শেষ আপডেট: 16th September 2023 13:39
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: পুলিশের জালে অবশেষে ধরা পড়ল হাতকাটা মাসুদ ও তার দল। সেনকো গোল্ড অ্যান্ড জুয়েলারির শোরুমে ডাকাতির পর দুষ্কৃতীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। তাই এলাকায় এলাকায় চলছে তল্লাশি। এমনই একটি পুলিশি অভিযানে ধরা পড়ল 'হাতকাটা' মাসুদ (Nadia Arrest)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চাপড়ার বাঙালজি এলাকার একটি ফাঁকা মাঠের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল কয়েকজন দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেতেই পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়।
কয়েকদিন আগেই নদিয়া ও পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড জুয়েলারির শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। রানাঘাট পুলিশের দুঃসাহসিক অভিযানে পাঁচ ডাকাত ধরা পরে। পুলিশের গুলিতে আহত এক ডাকাতের পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়।
সেই থেকে জেলায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে নদিয়ার পুলিশ। সেই ধরপাকড়ে ধরা পড়ল মাসুদ।
আরও পড়ুন: ভরা আদালতে প্রেমিকার স্বামীকে গুলি করে খুন! ১২ বছর পর দোষীর সাজা