শেষ আপডেট: 20th March 2023 15:39
সব ঠিক থাকলে আগামী মে মাসের শেষে হতে পারে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। সে কথা মাথায় রেখে এবারের দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প তৈরি হতে পারে বুথ এলাকা ভিত্তিতে। সোমবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী একথা জানিয়ে দিয়েছেন জেলা শাসকদের। এ ছাড়া তিনি বলেছেন, ‘দুয়ারে সরকার’ শিবির নিয়ে যাতে কোনও অভিযোগ শুনতে না হয় তা নিশ্চিত করতে হবে জেলা শাসকদের।
এপ্রিল মাসের ১ তারিখ থেকে শুরু হচ্ছে পঞ্চম পর্যায়ের দুয়ারের সরকার শিবির। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ক্যাম্প তদারকির জন্য তৈরি করে দেওয়া হয়েছে ২৫ জনের টাস্কফোর্স। যার মাথায় রয়েছেন অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থ। মেম্বার সেক্রেটারি হিসাবে রয়েছেন পঞ্চায়েত দফতরের সচিব পি. উল্গানাথান। এই টাস্ক ফোর্সের কাজ হবে দুয়ারে সরকার চলাকালীন শিবিরগুলির উপর নজর রাখা। শুধু তাই নয়, শিবির চলাকালীন রোজ বিকেলে মুখ্যসচিব সংবাদমাধ্যমকে আপডেট দেবেন।
অনেকে মনে করছেন, পঞ্চায়েত ভোটের আগে এটাই শেষ ‘দুয়ারে সরকার’ শিবির হতে চলেছে। তাই সাধারণ মানুষের একেবারে কাছাকাছি পৌঁছতে চাইছে নবান্ন। অর্থাৎ গ্রাম-গরিবের যা যা দরকার রয়েছে তা আরও কাছাকাছি গিয়ে নিষ্পত্তি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। যাতে কোনও গ্যাপ না থাকে। যাতে সরকারের সঙ্গে মানুষের বিচ্ছিন্নতা কাটানো যায়। এবং পরিষেবা দিয়ে আস্থার সম্পর্ক মজবুত রাখা যায়।
কী কী সুবিধা থাকছে এবারের ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে-
এখানে বলে রাখা ভাল, দুয়ারে সরকার চালু হওয়ার ঠিক আগে অর্থাৎ ২৮ মার্চ রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্প কেন্দ্রীয়ভাবে সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনেকের মতে, এর অর্থ সার্বিক ভাবে সরকার একটা ধারণা তৈরি করতে চাইছে। যার প্রেক্ষাপট অবশ্যই পঞ্চায়েত ভোট।
ডিএ মামলার শুনানি মঙ্গলবার সকালে, সুপ্রিম কোর্টের বেঞ্চে ফের বিচারপতি বদল