শেষ আপডেট: 13th July 2023 12:46
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে হিংসা ও অশান্তির (Panchayat election chaos) ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্ট যে অবস্থান নিয়েছে তাতে রাজ্য প্রশাসনের ঘুম চলে গিয়েছে। বৃহস্পতিবার বিকেলে সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief secretary)। তার পর জেলাশাসকদের যে নির্দেশ পাঠিয়েছেন তিনি, সেই চিঠিতেই বোঝা যাচ্ছে রাজ্য সরকার কতটা উদ্বেগে।
প্রয়োজনে তা আদালতে পেশ করা হবে। এবার পঞ্চায়েত ভোটে শুধু মারধর বা হিংসার ছবি ভাইরাল হয়নি।
কোচবিহারে দেখা গিয়েছে, ব্যালট বাক্স কাঁধে নিয়ে দৌড় লাগিয়েছে এক যুবক। কোথাও দেখা গিয়েছে, ব্যালট বাক্স নিয়ে পুকুরে ফেলা হচ্ছে। কোথাও দেখা গিয়েছে রাস্তায় ব্যালট পড়ে আছে। কোথাও আগুন লাগানো হয়েছে। এই সব ছবি ধরে ধরে ব্যাখ্যা তৈরি করতে বলা হয়েছে।
তবে যারা এই সব অশান্তি ও অনিয়মের পাণ্ডা, তাদেরও খুঁজে বের করতে বলা হয়েছে। যাঁরা ব্যালটে আগুন জ্বালিয়েছে, ব্যালট খেয়ে নিয়ে নিয়েছে, বা ব্যালট বাক্সে জল ঢেলে দিয়েছে, তাদের সবার বিরুদ্ধে এফাইআর দায়ের করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই রিপোর্টও নবান্নে পাঠাতে বলা হয়েছে।
এছাড়াও নির্বাচন প্রক্রিয়ার সময়ে যারা আহত হয়েছেন, তাদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। সেই সঙ্গে জেলা হাসপাতালে তাদের চিকিৎসার নির্দেশ দিয়েছে নবান্ন। সেই সঙ্গে বলা হয়েছে, ভোটে হিংসা ও অশান্তির জন্য যদি কারও কোনও ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তাহলে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ারও ব্যবস্থা করতে হবে।
'কোথাও হিংসার খবর পেলেই জানান আমাদের,' সংবাদমাধ্যমকেও অনুরোধ বিএসএফ-এর