শেষ আপডেট: 16th July 2022 13:48
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের দোরগোড়ায় কড়া নাড়ছে করোনার চতুর্থ ঢেউ (Corona)। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। সেই নিয়েই উদ্বিগ্ন নবান্ন (Nabanna)। শনিবার ফের রাজ্যে করোনা বিধির (Covid Protocol) ওপর জোর দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন নবান্নের অন্দরে জরুরি বৈঠক করেন তিনি।
শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব, জেলা শাসকরা, জেলার স্বাস্থ্য আধিকারিকরা। এছাড়াও জেলার পুলিশ সুপার থেকে কমিশনাররাও এদিনের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। সূত্রের খবর, এই বৈঠকেই করোনার এমন ঊর্দ্ধগামী গ্রাফ নিয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের আরও খবর, শুধু করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি তা নিয়ে নয়, পাশাপাশি যেভাবে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের মুখ্যসচিব। উল্লেখ্য, গতকালের তুলনায় শনিবার বেড়েছে মৃতের সংখ্যা। বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন।
এদিনের বৈঠক জেলা শাসকদের, পুলিশ সুপার, কমিশনারদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্যসচিব মাস্ক পরার ওপর জোর দেওয়ার কথা বলেছেন। পাশাপাশি কোভিড প্রোটোকলের ওপর নজর দেওয়ার বিষয়টিও জানিয়েছেন তিনি।
এদিনের বৈঠকে করোনা রুখতে বেশকিছু বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত সকলকে বিভিন্ন বিষয় যেমন বাজারে বাজারে নজরদারি বাড়ানো, করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো, সচেতন বাড়াতে নিয়মিত মাইকিং করা, বুস্টার ডোজ নেওয়ার বিষয়েও সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, এদিনের বৈঠকে পুলিশ সুপারদের উদ্দেশে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, এলাকার বাজারগুলিতে হঠাৎ হঠাৎ হানা দিতে হবে। দেখতে হবে বাজারের পরিস্থিতি। সেখানে দোকানি থেকে সাধারণ ক্রেতারা করোনা বিধি মানছেন কিনা সেইদিকে নজরদারি চালাতে হবে। বাজারে শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র আছে কিনা, হাত ধোয়ার ব্যবস্থা না স্যানিটাইজেশন করা হচ্ছে কিনা সেইদিকেও নজর রাখতে হবে।
গত কয়েকদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গেছে অন্যান্য জেলার তুলনায় উত্তর ২৪ পরগনাতে বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। তাই জেলার জেলাশাসককে আলাদা করে করোনা পরিস্থিতির ওপর বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে।
পাশাপাশি হাসপাতালগুলিতে এখন থেকেই সমস্ত ব্যবস্থা করে রাখার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, রাজ্যের বাইরে থেকে যাঁরা আসছেন তাঁদের ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা সেইদিকে নজরদারি চালাতে হবে। এক কথায় স্পষ্ট, করোনার চতুর্থ ঢেউ রুখতে প্রথম থেকে কোমর বেঁধে নামছে রাজ্য সরকার।
করোনা বাড়ছে, কলকাতা পুলিশ অ্যাকাডেমিতে ফের চালু হচ্ছে আইসোলেশন সেন্টার