শেষ আপডেট: 5th October 2021 11:23
দ্য ওয়াল ব্যুরো: করোনার (Covid) তৃতীয় ঢেউয়ের আতঙ্কের মধ্যেই দুর্গাপুজো (Durga Puja)। হাতে গোনা কয়েকটা দিন বাকি। কলকাতার বড় পুজো মণ্ডপগুলির প্রস্তুতিও তুঙ্গে। কোভিড বিধি মাথায় রেখেই মণ্ডপে ঘুরবেন দর্শনার্থীরা। সে অনুমতি মিলেছে, তবে করোনার কথা মাথায় রেখে কড়া বিধিনিষেধও জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জনসাধারণের প্রতিমা দর্শন যাতে নিরাপদে ও সুরক্ষা বিধি মেনে হয় তার জন্য একগুচ্ছ নিয়ম বেঁধে দিয়েছে নবান্ন (Nabanna)। পুজো কমিটিগুলি তো বটেই সাধারণ মানুষকেও অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে সেইসব নিয়ম। পুজো কমিটি ও দর্শনার্থীদের জন্য কী কী নিয়ম জারি করেছে রাজ্য সরকার— ১) মণ্ডপসজ্জা হবে নিয়ম মেনে