শেষ আপডেট: 16th June 2021 08:57
দ্য ওয়াল ব্যুরো: ৩০ জুন পর্যন্ত বাংলায় কার্যত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক কিছু খুললেও গণপরিবহণে এখনও ছাড় দেয়নি নবান্ন। বন্ধ থাকবে লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা। এই পরিস্থিতিতে বুধবার নবান্নে রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, সোমবার থেকে বাড়ানো হবে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা। বিধিনিষেধ পর্বে হাওড়া ও শিয়ালদহের সমস্ত শাখা মিলিয়ে দিনপ্রতি স্পেশাল ট্রেন সংখ্যা ছিলো ৩৪২টি। ইতিমধ্যেই সেই সংখ্যা ৬৫টি বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে এখন চলছে মোট ৪০৭ টি। স্টাফ স্পেশাল ট্রেনে শুধুমাত্র রেলকর্মী ছাড়াও ব্যাঙ্ক কর্মচারী, হাসপাতালের কর্মীদের-সহ কোভিড যোদ্ধাদের ওঠার বিষয়ে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। তা রেল কর্তৃপক্ষ মেনেও নিয়েছে। কিন্তু স্টাফ স্পেশাল ট্রেনে বেশিরভাগ সময়েই কোভিড বিধি মানা সম্ভব হচ্ছে না। বুধবার রাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। সরকারের সঙ্গে আলোচনার পর ঠিক হয়েছে আগামী সোমবার থেকে রেলের পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় দিনপ্রতি ৪০৭টি ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি বিভিন্ন স্টেশনে আরপিএফ কে সাহায্য করবে জিআরপি। বহু বেসরকারি অফিস খুলে যাওয়ায় গন্তব্যে পৌঁছতে সেই কর্মীরাও ট্রেনে উঠছেন। ফলে গাদাগাদি ভিড় হচ্ছে ট্রেনে। সামাজিক দূরত্বের বালাই থাকছে না। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল নবান্ন। তাতে সম্মতি দিয়েছে রেল।