শেষ আপডেট: 1st June 2023 01:34
এসএফআইয়ের রাজ্য কমিটির নেতার রহস্য মৃত্যু জলপাইগুড়িতে, মিলল ঝুলন্ত দেহ
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: এসএফআইয়ের রাজ্য কমিটির এক নেতার রহস্য মৃত্যুতে শোরগোল পড়ল জলপাইগুড়িতে। শোকের ছায়া জেলার রাজনৈতিক মহলে।
বৃহস্পতিবার ডেঙ্গুয়াঝাড় এলাকায় নিজের বাড়ি থেকে উদ্ধার হয় এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পারসান খেড়িয়ার (২৯) ঝুলন্ত দেহ। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। দুপুরে ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।
এদিন দুপুরেই এসএফআইয়ের জলপাইগুড়ি জেলা কার্যালয়ে তাঁর দেহ নিয়ে আসা হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। পরে অন্তিম যাত্রায় অংশ নেন সদস্যরা। এসএসআই এর জেলা সম্পাদক অরিন্দম ঘোষ বলেন, “কী করে এমন ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। আজ সংগঠনের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এই ঘটনায় আমরা সবাই শোকাহত।”
ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল জানিয়েছেন, ডেঙ্গুয়াঝাড় এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবারের তরফে কোনও অভিযোগ এখনও দায়ের হয়নি।
এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, 'খবরটা শুনেই আঁতকে উঠেছিলাম। খুব ভাল সংগঠক ছিল পারসান। ভাবতেই পারছি না কী থেকে কী হল। চা বাগানের শ্রমিক মহল্লা থেকে উঠে এসেছিল। আদিবাসী অংশের লড়াকু ছেলে ছিল। ওর আকস্মিক মৃত্যু জলপাইগুড়ি জেলার সংগঠনের জন্য বড় ধাক্কা।'
অভিষেকের কনভয়ে হামলায় ধৃতদের বাড়িতে শুভেন্দু, দিলেন পাশে থাকার আশ্বাস