শেষ আপডেট: 11th May 2023 12:36
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সাঁতার শিখতে গিয়ে রহস্যমৃত্যু হল ১৯ বছরের এক তরুণের (Mysterious Death)। বর্ধমান (Burdwan) কল্পতরু মাঠে একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। বৃহস্পতিবার সেখানেই এই ঘটনা ঘটে।
মৃতের নাম কাইফ মণ্ডল। তিনি ইস্ট-ওয়েস্ট মডেল স্কুল থেকে এবারে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছেন। হাতে ফাঁকা সময় থাকায় গত একমাস আগে এই কেন্দ্রে সাঁতার শিখতে শুরু করেন তিনি।
প্রতিদিনের মত বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার স্লটে সাঁতার শিখতে এসেছিলেন কাইফ। অনুশীলন করার সময় আচমকাই তিনি অসুস্থ বোধ করেন। প্রশিক্ষকরা লক্ষ্য করেন তাঁর মুখ থেকে ফেনা বেরোচ্ছে। তড়িঘড়ি তাঁকে সুইমিং পুল থেকে তুলে আনা হয়। ডেকে পাঠানো হয় পুলিশকেও। পরে একটি গাড়ি করে ওই তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
মৃতের পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করে দেখুক। মৃতের এক আত্মীয় শেখ জাকির হোসেন জানান, ‘প্রতিদিনের মতো ছেলে সাঁতার শিখতে যায়। এদিনও সেখানে গিয়েছিল। পরে সুইমিং পুল কর্তৃপক্ষ খবর দেয় ছেলে অসুস্থ হয়ে পড়েছে। এই খবর শোনার পর সকলেই আমরা ছুটে যাই হাসপাতালে। দেখি ছেলে আর বেঁচে নেই। কর্তৃপক্ষের কেউ সেখানে ছিল না।’
মৃতের ওই আত্মীয়ের দাবি, ‘এর আগেও এমন ঘটনা ঘটেছে। তাদের ছেলেটিকে হত্যা করা হয়েছে।’ প্রসঙ্গত, ২০১২ সালে ২ সেপ্টেম্বর সাঁতার কাটতে নেমে রমেন সামন্ত নামে এক তরুণ মারা যান। সে ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
যদিও সুইমিং পুলের কর্তৃপক্ষের তরফে সৌগত হালদার জানান, এখানে জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটা সম্ভব নয়। ওই তরুণ এখনও রেলিং ধরে অনুশীলন করতেন। ছেলেটি অসুস্থ হওয়ার পর ডাক্তার দেখানো হয়। তখনও তার পালস ছিল। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষের ধারণা, ছেলেটি কোনও কারণে অসুস্থ হয়ে পড়েছিল।
এই বিষয়ে ডিএসপি ট্রাফিক(২) রাকেশ চৌধুরী বলেন, পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
অনুব্রতর জেলায় একমঞ্চে অধীর-সেলিম, বীরভূমকে লুঠের এপিসেন্টার বলল বাম-কংগ্রেস