শেষ আপডেট: 7th June 2023 07:59
জেলে বন্দির রহস্যমৃত্যু! পিটিয়ে মারার অভিযোগে উত্তাল বারাসত
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: জেলা হেফাজতে বিচারাধীন বন্দির রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল ব্যারাকপুর। মঙ্গলবার রাতে ওই বন্দির বাড়িতে খবর পৌঁছতেই মৃতের পরিজনরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বুধবার স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনীকে ঘটনাস্থলে যেতে হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বন্দির নাম সুপ্রিয় সাঁতরা। তাঁর বাড়ি ব্যারাকপুরের মোহনপুর এলাকায়। গত মে মাসে তাঁকে একটি ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়। এখনও তাঁর বিরুদ্ধে মামলা চলছে। আদালতের নির্দেশে তাঁর জেল হেফাজত হয়েছিল।
পুলিশ আরও জানায়, জেলে থাকার সময় হৃদরোগে আক্রান্ত হন ওই যুবক। তারপরেই তাঁর মৃত্যু হয়। সোমবার সকালে ওই যুবকের বাড়িতে খবর দেওয়া হয়। মঙ্গলবার ওই যুবকের দেহ পৌঁছতে আসে পুলিশ। সেই সময় ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। সুপ্রিয়র আত্মীয় ও স্থানীয় মানুষ ব্যারাকপুর-বারাসত রোডে বড় কাঠালিয়ার মোড় অবরোধ করেন।
তাঁদের অভিযোগ, ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে পুলিশ। তারা জানান, গত ২৬ মে সুপ্রিয় ব্যারাকপুরের বাড়ি থেকে বারাসতে গিয়েছিলেন। সেখানে বাজার থেকে কিছু জিনিসপত্র কেনার ছিল তার। সেই সময়ই তাঁকে আটক করা হয়েছিল। এরপর একটি ডাকাতির অভিযোগের মামলা রুজু করা হয় তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই জেল হেফাজত হয়েছিল তাঁর। এখন এই ঘটনার ন্যায্য বিচার চাইছেন মৃতের আত্মীয়-প্রতিবেশীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
ট্রেনের টিকিট কাটার সময়ে বিমা করেন তো? ৩৫ পয়সার বিনিময়ে মিলতে পারে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ