শেষ আপডেট: 9th August 2023 08:02
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: 'ডাক্তার দেখাতে যাচ্ছি', বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। গোটা রাত নিখোঁজ থাকার পর সকালে ধান জমির ধারে পাওয়া গেল মৃতদেহ। এক আদিবাসী মহিলার রহস্যমৃত্যু (Mysterious Death) ঘিরে উত্তেজনা ছড়িয়েছে আউশগ্রামে (Aushgram)।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম সুমি সরেন। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। সোমাইপুর লাইকিনী পাড়ার বাসিন্দা। বেশ কয়েকবছর আগে মারা গেছেন সুমিদেবীর স্বামী। ছেলে-বৌমার সঙ্গেই থাকতেন তিনি।
গ্রামবাসীদের দাবি, সুমিদেবীর সঙ্গে গ্রামের কারও বিরোধ ছিল না। তিনি নিজের মতোই থাকতেন। ছেলে-বৌমার সঙ্গেও ভালো সম্পর্কই ছিল তাঁর।
খবর পেয়ে আউশ গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।
ডিএসপি বীরেন্দ্র পাঠক জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুন করা হয়েছে ওই মহিলাকে। মৃতার ছেলে থানায় একটি খুনের অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত কাউকে এই ঘটনায় জড়িত সন্দেহে আটক বা গ্রেফতার করা হয়নি। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
মৃতের আত্মীয় বালি সরেন জানান, মঙ্গলবার সন্ধেবেলায় হাতের সমস্যা নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন সুমি। রাত বাড়লেও বাড়িতে ফিরে আসেননি। তাতেই উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন ছেলে-বৌমা। লোকজন নিয়ে এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনও লাভ হয়নি। অবশেষে পুলিশের জন্য তাঁরা সকাল হওয়ার অপেক্ষা করছিলেন। যদিও পুলিস আসার আগেই খবর আসে, ধান খেতের কাছে সুমির দেহ পাওয়া গেছে।