শেষ আপডেট: 22nd September 2023 14:47
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন শ্বশুর! এই ঘটনাকে কেন্দ্র করে সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামে শোরগোল পড়ে গেছে (Murshidabad Extramarital Affair)। শ্বশুরের নাম জার্মান সেখ। জানা গিয়েছে, তিনি ওই মহিলার সম্পর্কে কাকা শ্বশুর হন।
জার্মানও বিবাহিত। তাঁর দুই মেয়ে আছে। পলাতক বধূর এক ছেলে। অভিযোগ তাকেও সঙ্গে নিয়ে গেছেন ওই বধূ। স্বামীর এমন কাণ্ডে দুই মেয়েকে নিয়ে অথৈ জলে পড়েছেন জার্মানের স্ত্রী।
তিনি জানিয়েছেন, স্বামী বিদেশে থাকতেন। কিন্তু তিনি কত টাকা উপার্জন করতেন তাঁকে কোনও দিনই জানাননি জার্মান। মাসে তিন হাজার টাকা সংসার খরচ দিতেন। বিয়ের পর থেকেই স্ত্রীর উপর মানসিক নির্যাতন চালাতেন জার্মান বলে অভিযোগ আত্মীয়দের।
শ্বশুর-বউমার এমন সম্পর্ক গড়ে ওঠার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল পড়ে গেছে। স্থানীয়রা দুজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। দুই মেয়ের ভবিষ্যত নিয়ে চিন্তিত তাঁরা।
আরও পড়ুন: বিস্ফোরণে কেঁপে উঠল গোপালপুর! কংগ্রেসকর্মীর বাড়ির সামনে মুহুর্মুহু বোমা