শেষ আপডেট: 13th August 2023 15:28
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: মদ্যপ অবস্থায় তিন শিশু ক্যানালে ছুড়ে ফেললেন সিআইএস জওয়ান (CISF Arrested) ! এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে। ইতিমধ্যেই অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালঞ্চা সিআইএসএফ ঘাটে।
জানা গেছে, রবিবার বিকেলে ফিডার ক্যানালের ধারে তিন শিশু খেলছিল। অভিযোগ, সেই সময় আচমকা সেখানে মদ্যপ অবস্থায় আসেন ওই জওয়ান। তাদের তুলে ক্যানালের জলে ফেলে দেন।
সিআইএসএফ এই ঘটনার কথা স্বীকার করেছে। তবে আচমকা কেন ওই জওয়ান এমনটা করলেন সেবিষয়ে স্পষ্ট জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই জওয়ানকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: সিকিমে লাগাতার বৃষ্টি, তিস্তা-জলঢাকায় হলুদ সতর্কতা জারি!