শেষ আপডেট: 9th July 2023 07:21
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভোটের (Panchayat Election 2023) পরও উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshdabad)। রবিবার সাত সকালে মুহুর্মুহু বোমাবাজি হল সামশেরগঞ্জ, রানিনগরে।
সামশেরগঞ্জের দোগাছি মধ্যপাড়ার ভোট কেন্দ্রে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গুলি ও বোমার শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মানুষ আতঙ্কিত হয়ে ঘরের ভেতর ঢুকে পড়েন। এই সংঘর্ষ চলার সময় দুষ্কৃতীদের গুলিতে জখম হন পিয়ারুল শেখ নামে এক যুবক। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পিয়ারুল। তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়।
ছুটির দিনে সকাল থেকে বোমাবাজিতে উত্তেজনা জারি থাকল রানিনগরে। তৃণমূলকে ভোট দেওয়ায় বোমা মারার অভিযোগ উঠেছে সেখানে। এমনকী আক্রান্ত পরিবারের বাড়ি লুঠ করার হয়েছে বলেও দাবি করা হয়েছে। এই ঘটনায় এক মহিলা সহ আরও একজন জখম হয়েছে। আহতদের নাম বেগম বিবি, ও মেরাজ শেখ। তাঁদের বাড়ি রানিনগর গ্রাম পঞ্চায়েতের চাকরান পাড়া এলাকায়।
আক্রান্ত পরিবারের অভিযোগ, তৃণমূলকে ভোট দেওয়ার 'অপরাধে' এই দুজনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু করে কংগ্রেসের দুষ্কৃতীরা। তাতে জখম হয়েছেন এই দু'জন। তাঁদের জখম অবস্থা গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় এলাকা বাসিন্দারা আতঙ্কিত। যদিও কংগ্রেসের ব্লক নেতৃত্ব এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। দুই এলাকাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলায়।
এসএসকেএমে মৃত্যু বাসন্তীর তৃণমূল কর্মীর! আরএসপির মারে গুরুতর জখম হয়েছিলেন তিনি