শেষ আপডেট: 9th July 2023 11:48
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভোটের (Panchayat Election2023) পরেরদিনও নির্বাচনী হিংসা জারি রয়েছে মুর্শিদাবাদে (Murshdabad Bombing)। রবিবার সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় চলছে সন্ত্রাস। বেলা গড়াতে ব্যাপক বোমাবাজি শুরু হয়েছে সালারে ।
দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন গ্রামবাসীও আক্রান্ত হন। তার মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরে সালার থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আক্রান্ত নির্দল প্রার্থী সাহানুরা খাতুনের পরিবারের অভিযোগ, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যেভাবে হিংসা চলছে তাতে তাঁরা নিরাপদ বোধ করছেন না। বাড়ির দুই বৃদ্ধাও কান্নায় ভেঙে পড়েন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পরিবারের এক আত্মীয় জানান, এলাকার মসজিদের কাছে স্থানীয় দুজনের বচসা হচ্ছিল। তারপরেই মুড়ি-মুড়কির মতো বোমা পড়তে থাকে। তাদের বাড়ি লক্ষ্য করেও বোমা ছোড়া হয়। ভয়ে তাঁরা পুলিশে খবর দিয়েছিলেন। এরপর পুলিশ এলাকায় আছে।
ওই ব্যক্তির আরও অভিযোগ, পুলিশ এলাকায় আসার পর তাঁদের বাড়িতে ঢুকে সমস্ত সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়। বাড়িতে রাখা পাঁচটি বাইকও ভাঙচুর করে।
যদিও তৃণমূলের পাল্টা দাবি, নির্দল প্রার্থীর অনুগামীরাই মসজিদের উপর উঠে বোমা ছুড়ছিল। সেই সময় তৃণমূল কর্মীরা তাদের প্রতিহত করতে গেলে তাঁরা আক্রান্ত হন।
অন্যদিকে, হরিহরপাড়ায় এসইউসিআই প্রার্থীর ভাইকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই তৃণমূল প্রার্থীর স্বামীর নাম শরিফুল ইসলাম। হরিহরপাড়া থানার স্বরূপপুর আতুর মোড়ে এই ঘটনা ঘটে। আক্রান্ত ওই যুবক রাণা ইসলামের অভিযোগ, কয়েক দিন ধরে তৃণমূল প্রার্থীর স্বামী সরিফুল ইসলাম আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। রাণা জানান, তিনি এদিন দোকানে ছিলেন। তাঁকে দোকান থেকে বের করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাপক মারধর করা হয়।
সেই ঘটনার সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে হরিহরপাড়া থানার পুলিশ।
ছাপ্পার প্রতিবাদে উত্তপ্ত চাকুলিয়ায় অবরোধ! বাস ভাঙচুর চালিয়ে জ্বালানো হল গাড়ি