শেষ আপডেট: 8th April 2022 11:48
দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় জামিন পেলেন মুকুল রায় (Mukul Roy)। শুক্রবার সল্টলেকের এমপি-এমএলএ কোর্ট থেকে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি।
এদিন সশরীরে আদালতে হাজিরা দেন মুকুলবাবু। বিচারকরা তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।
২০১৯ সালে সরস্বতী পুজোর আগের রাতে বাড়ির অদূরেই গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই খুনের মামলায় নাম জড়িয়েছিল মুকুলের। যদিও সেই সময়ে মুকুলবাবু বলতেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ঘটনায় তাঁর নাম জুড়ে দিয়েছে রাজ্য পুলিশ। এই মামলায় নাম রয়েছে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারেরও।
এই মামলায় তদন্ত করছে সিআইডি। অতীতে একাধিকবার মুকুল রায়কে ডেকেও পাঠিয়েছিল ভবানীভবন। এদিন জামিন পেলেন তিনি।
এ ব্যাপারে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, “তৃণমূলে নাম লেখালেই সাত খুন মাফ। দেখেননি মানস ভুঁইয়ার ক্ষেত্রে কী হয়েছিল! জোড়া খুনের মামলায় নাম ছিল তাঁর। যেই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেলেন ওমনি সব পাপ ধুয়ে গেল, রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন তিনি। এখন তিনি রাজ্যের মন্ত্রী।”
এদিন আদালত থেকে বের হওয়ার পর মুকুল রায়কে সাংবাদিকরা বগটুই কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন করেন। জবাবে প্রবীণ এই নেতা বলেন, “তদন্ত নিয়ে কিছু বলার নেই। আইন আইনের পথে চলবে।”