শেষ আপডেট: 11th July 2023 11:42
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ভোট গণনার দিনেও রাজ্যজুড়ে অব্যাহত হিংসা। পঞ্চায়েত নির্বাচনের (PANCHAYAT ELECTION 2023) দিন ঘোষণার পর থেকে যে হানাহানি শুরু হয়েছিল, তা গণনার দিনেও জারি রইল। পূর্ব মেদিনীপুরের ময়নায় (Moyna) ভোট গণনার দিনে বোমা (Bomb) বিস্ফোরণে উড়ে গেল এক ব্যক্তির হাত। ঘটনাটি ঘটেছে ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরদান গ্রামে। আহত ব্যক্তির নাম গুরুপদ ভুঁইয়া, বয়স ৬৪ বছর।
সূত্রের খবর, গণনার দুপুরে বাঁশ বাগানে বাঁশ কাটতে গিয়েছিলেন গুরুপদবাবু। তখনই ঘটে বিপত্তি। আগে থেকেই ওই বাঁশ বাগানে বোমা রাখা ছিল। তিনি যখন বাঁশ কাটছিলেন, সেসময় কোনওভাবে বোমাটি ফেটে যায়। তাতেই গুরুতর আহত হন গুরুপদ ভুঁইয়া। বোমার ঘায়ে তাঁর বাঁ হাতের কব্জি অবধি উড়ে যায়। আঘাত লেগেছে কপাল এবং মাথাতেও। এছাড়াও সারা শরীরে বোমার ছোটখাটো আঘাত রয়েছে।
বিস্ফোরণের আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে স্থানীয় কয়েকজন ওই বাঁশ বাগানের দিকে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় ওখানে পড়ে কাতরাচ্ছেন গুরুপদবাবু। এরপর জখম অবস্থায় ওই ব্যক্তিকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। পঞ্চায়েত ভোটের গণনার দিন গ্রামের ভেতরে এভাবে বোমা বিস্ফোরণের জেরে শোরগোল ছড়িয়েছে এলাকায়।
গণনা কেন্দ্রের ভিতরে আক্রান্ত ভোট কর্মীরাও, প্রতিবাদে বন্ধ করে দিলেন কাজ