শেষ আপডেট: 24th September 2024 17:33
দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক! ২৫ দিনের শিশুকন্যাকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আচমকা কেন ওই মহিলা নিজের সন্তানের সঙ্গে এমন কাণ্ড ঘটালেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, ঘাতক মায়ের নাম অষ্টমী গোস্বামী। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও একরত্তিকে পাশে নিয়েই ঘুমোচ্ছিলেন বাবা। ঘুম ভাঙলে মেয়েকে না দেখতে পেয়েই খোঁজাখুঁজি শুরু করেন তিনি। স্ত্রী-সহ পরিবারের সদস্যদের থেকে প্রথমে কোনও উত্তর না পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে পেশায় রিকশাচালক বাবার।
সন্দেহ হওয়ায় স্ত্রীকে চেপে ধরতেই আসল সত্য সামনে আসে। শিশুটিকে বাড়ির কাছেই একটি কুয়োতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে মায়ের বিরুদ্ধে। খবর জানাজানি হতেই দমকলের পাশাপাশি খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পৌঁছে কুয়ো থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করেন দমকল কর্মীরা। পরে অভিযুক্ত মাকে গ্রেফতার করে আশিঘর ফাঁড়ির পুলিশ।
মহিলা কেন নিজের সন্তানের সঙ্গে এমন করলেন করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয়দের দাবি, মহিলার মানসিক সমস্যা রয়েছে। সেকারণেই হয়তো এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। বিগত কয়েকদিন ধরেই নিজের কন্যা সন্তানকে কুয়োতে ফেলে দেওয়ার কথা বলছিলেন ওই মহিলা। তারপরই এমন কাণ্ড।
এদিন ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা পৌঁছনর আগে স্থানীয় কয়েকজন যুবক শিশুকন্যাকে কুয়ো থেকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু কুয়ো গভীর হওয়ার কারণে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। পরে দমকল বাহিনীর কর্মীরা শিশুটির নিথর দেহ উদ্ধার করেন।
অভিযুক্ত মাকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ। সত্যিই মহিলার মানসিক সমস্যা রয়েছে নাকি খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।