শেষ আপডেট: 10th June 2023 10:00
অসমে ঢুকে পড়ল বর্ষা, বাংলায় প্রবেশ কখন?
দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতে ঢুকে পড়েছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, অসমের ধুবুরী পর্যন্ত চলে এসেছে মৌসুমী বায়ু। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গের বেশিরভাগ অংশ এবং সিকিমে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি (monsoon in Bengal)।
হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে আজ শনিবার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হতে পারে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং তাপমাত্রা একটু বাড়বে।
উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি, দার্জিলিং কালিম্পং, কোচবিহার, এবং আলিপুরদুয়ারের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৌসুমী বায়ু ঢুকে যাওয়ায় সোমবার থেকে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায় আজ মূলত আকাশ মেঘলা থাকবে। আগামীকাল বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে। আজ কোনও জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে আগামীকাল থেকে তাপমাত্রা খানিক বাড়বে এবং মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে।
কেরল থেকে পায়ে হেঁটে মক্কা! হজে যাবেন বলে ১ বছর ধরে হাঁটলেন যুবক