শেষ আপডেট: 27th April 2023 11:47
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: গ্রামে ঘুরে বেড়াচ্ছে হনুমান (Monkey Attacked) সেনা। তাতে বাড়ি থেকে বেরনোই মুশকিল হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের। দিন পনেরো ধরেই হনুমানের উৎপাতে অতিষ্ঠ গ্রামবাসীরা (Village)। প্রশাসনকে বিষয়টি জানিয়েও সুরাহা না হওয়ায় ক্ষোভ বাড়ছে আসানসোলের (Asansol) কন্যাপুর গ্রামের বাসিন্দাদের।
গ্রামবাসীরা জানিয়েছেন, পনেরো দিন ধরে এলাকায় ঘোরাঘুরি করছে একদল হনুমান। বাড়ি থেকে বের হওয়ায় যাচ্ছে না। রাস্তায় বেরোলেই তাড়া করছে, কামড়ে-আঁচড়ে দিচ্ছে। দরজা-জানলা খোলা থাকলে ঢুকে পড়ছে বাড়িতেও। আবার অনেক সময় বাড়ির ছাদেও উৎপাত চালাচ্ছে হনুমানের দল। এভাবে ঘরবন্দি হয়ে আর থাকা যাচ্ছে না বলেই জানিয়েছেন অনেকে।
এই গ্রামের বাসিন্দা বিকাশ তিওয়ারি। বিকাশবাবুর দাবি, হনুমানের হামলায় প্রায় দশ-পনেরো জন আহত হয়েছেন। এলাকা থেকে হনুমানদের তাড়ানোর জন্য প্রশাসনের কাছে জানানো হয়েছিল। এরপর কয়েকজন বনকর্মীকে গ্রামে পাঠানো হয়েছে। তাঁরা লাঠি নিয়ে গ্রামে ঘোরা-ফেরা করলেও হনুমানের উপদ্রব ঠেকাতে পারেনি। একটাও হনুমানকে ধরতে পারেনি তাঁরা। বিকাশ আরও জানান, হনুমানগুলিকে তাড়াতে খাবারের টোপ দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি।
আরও এক বাসিন্দা জীবন তিওয়ারি বলেন, ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে এ প্রসঙ্গে কথা হয়েছে। তিনি সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন। বনদফতরের কর্মীরা কাজ করছেন। কিন্তু কিছুতেই হনুমানের তাণ্ডব থামানো যাচ্ছে না। এখন সমস্যা মেটাতে প্রশাসন কী উদ্যোগ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন কন্যাপুর গ্রামের বাসিন্দারা।
রাজ্যে দ্বিতীয় বন্দে ভারত চালু হচ্ছে, কোন রুটে চলবে জানলে আহ্লাদে আটখানা হবে বঙ্গবাসী