Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা

দুর্নীতি আর সাম্প্রদায়িকতাকে প্রাতিষ্ঠানিক চেহারা দিয়েছেন মোদী, বাংলায় এসে বিস্ফোরক প্রকাশ রাজ  

শোভন চক্রবর্তী সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র পোডিয়ামে দাঁড়িয়ে ভূমিকা করছিলেন। তাঁর থিয়েটার, তাঁর সিনেমা নিয়ে সবে মাত্র দু’চার লাইন বলেছেন কি বলেননি, মঞ্চের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। চলে এলেন পোডিয়ামের সামনে।

দুর্নীতি আর সাম্প্রদায়িকতাকে প্রাতিষ্ঠানিক চেহারা দিয়েছেন মোদী, বাংলায় এসে বিস্ফোরক প্রকাশ রাজ  

শেষ আপডেট: 28 September 2018 04:52

শোভন চক্রবর্তী

সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র পোডিয়ামে দাঁড়িয়ে ভূমিকা করছিলেন। তাঁর থিয়েটার, তাঁর সিনেমা নিয়ে সবে মাত্র দু’চার লাইন বলেছেন কি বলেননি, মঞ্চের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। চলে এলেন পোডিয়ামের সামনে। অনুজ সায়নদীপের কাঁধে হাত রেখে বললেন, ‘প্লিজ কমরেড, আমার সম্পর্কে আর বলতে হবে না। এ বার আমাকে ওঁদের সম্পর্কে বলতে দিন।’ তারপর মিনিট পঁচিশের বক্তৃতায় কার্যত ঝড় তুলে দিলেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। শুক্রবার ডানকুনি কোল কমপ্লেক্সের শান্তি মঞ্চে বাম যুব সংগঠনের রাজ্য সম্মেলন করতে এসেছিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা প্রকাশ রাজ। ডানকুনি থেকে দিল্লির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রকাশ। বললেন, “স্বাধীনতার পর থেকে যত সরকার এসেছে তারা সবাই কম-বেশি সাম্প্রদায়িক রাজনীতির তাস খেলেছে। দুর্নীতিও করেছে। কিন্তু আমাদের দেশে একটা সংবিধান আছে। এই সরকার সেটাকেই উপড়ে ফেলে সাম্প্রদায়িকতা আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছে।” তাঁর কথায়, “গোটা দেশে এখন খুনের রাজনীতি চলছে। প্রশ্ন করলেই খুন করে দিচ্ছে। খুনখারাপির রাজনীতি কোন সমাজের ভাল করেছে? বাম কর্মী বা যুক্তিবাদীদের শুধু খুন হতে হচ্ছে তা তো নয়। এবিভিপি, আরএসএস কর্মীরাও খুন হচ্ছেন। আর এ নিয়ে দেশের সরকার কার্যত নীরবতা পালন করছে।” সরাসরি বাম রাজনীতির মঞ্চে আসা এই তাঁর প্রথম নয়। গত বছর ডিওয়াইএফআই-এর কর্নাটক রাজ্য সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, তারপর তাঁকে হুমকি শুনতে হয়েছিল। কিন্তু তিনি যে তাঁর অবস্থান থেকে সরছেন না, তা পষ্টাপষ্টি জানিয়ে দেন এ দিন। বলেন, ‘আমায় প্রথমে কংগ্রেসের লোক বলে ব্র্যান্ডিং করল ওঁরা(পড়ুন বিজেপি)। তারপর বলল বাম। আমি বাম-ডান-সেন্টার বুঝিনা। তবে এই দেশের এই পরিস্থিতিতে প্রশ্ন করলে যদি কেউ আমায় বাম বলে খুশি হন তাহলে আমি বাম। কিন্তু প্রশ্ন করা থামাব না। সে আমাকে যাই বলা হোক।’ এ দিন সকাল আটটা নাগাদ কলকাতায় পা রাখেন প্রকাশ রাজ। তারপর খানিকক্ষণ ভিআইপি রোডের ধারের একটি হোটেলে বিশ্রাম নিয়ে বেলা সাড়ে দশটা নাগাদ পৌঁছন ডানকুনিতে। বেঙ্গালুরুতে প্রবীণ সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার পর বিজেপি-র রাজনীতির বিরুদ্ধে ব্যাপক সরব হন প্রকাশ। তারপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনায় নিজের অবস্থান জানিয়েছেন তিনি। সমালোচনা করেছেন কেন্দ্রের মোদী সরকারের। এ দিন প্রকাশ বলেন, ‘প্রশ্ন করলেই বলছে আর্বান নকশাল। তোমরা যদি আর্বান নকশাল বলো আমি বলব আর্বান চোর। উত্তর দিন, রাফায়েলে কী হয়েছে? কালো টাকা কোথায় গেল? উত্তর দিন জিএসটি করে দেশের অর্থনীতির কী খোলনলচে বদলে গেছে? চারিদিকে শুধু নীতিপুলিশি আর গণপিটুনি চলছে। আর দেশের প্রধানমন্ত্রীর চোখ-মুখ সব বন্ধ! না দেখছেন, না কিছু বলছেন।” ডিওয়াইএফআই-এর সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে প্রকাশ বলেন, ‘শুধু মুখে বলে এর সমাধান হবে না। বড় আন্দোলন গড়ে তুলুন।’ বিজেপি-র উদ্দেশে এই দক্ষিণী সুপারস্টার বলেন, ‘ওঁরা ভোট ভিক্ষে চেয়েছিল। মানুষ ভোট দিয়েছিল। আর এখন মানুষকেই প্রশ্ন করতে দিচ্ছে না।” কয়েকদিন আগেই বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ একটি জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন, যে যাই বলুন। আগামী পঞ্চাশ বছর বিজেপি ক্ষমতায় থাকবে। এ প্রসঙ্গে প্রকাশ বলেন, “ ৫০ বছর ক্ষমতায় থাকবে বলারআপনি কে? মানুষ ঠিক করে আপনাদের এনেছিল। মানুষ চাইলে থাকবেন। নাহলে সামনের বছরই সরে যাবেন।”  

ভিডিও স্টোরি