শেষ আপডেট: 11th June 2023 12:48
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: পুলিশের গাড়ি থেকেই মোবাইল চুরি! অবশেষে স্থানীয়ারাই চোরকে ধরে পুলিশের চুরি যাওয়া মোবাইল উদ্ধার করল। রবিবার এই ঘটনায় হইচই পড়ে যায় আসানসোলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আসানসোল রেল স্টেশনের কাছেই রয়েছে বাসস্ট্যান্ড।সেখানেই ঘোরা ফেরা করছিল পুলিশের মোবাইল ভ্যান। কিছুক্ষণ পর রাস্তায় উপর ভ্যানটিকে দাঁড় করিয়ে পুলিশ কর্মী একটু দূরে যান। সেইসময়ই এক মোবাইল চোরকে ওই ভ্যানটি থেকে একটি মোবাইল নিয়ে পালাতে দেখা যায়। এই ঘটনা পথচলতি মানুষের নজর পরতেই হইচই শুরু হয়। ওই মোবাইল চোরকে ধাওয়া করেন তাঁরা। কিছুটা দূরে গিয়ে তাকে ধরেও ফেলেন। এদিকে গন্ডগোল দেখে ওই পুলিশ কর্মী ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা চুরি যাওয়া মোবাইল সমেত চোরকে উদ্ধার করে তার হাতে তুলে দেন।
কয়েকদিন ধরে আসানসোলের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এখন পুলিশের গাড়ি থেকেও মোবাইল চুরি করছে দুষ্কৃতীরা। এখন স্থানীয়দের প্রশ্ন, পুলিশই যদি চোরেদের খপ্পরে পড়ে যায়, তা হলে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করবে কারা?
‘মৃত’ দেখিয়ে ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগেই বিড়ম্বনায় আদিবাসী বৃদ্ধা