শেষ আপডেট: 26th September 2023 14:00
দ্য ওয়াল ব্যুরো: নাম ভাড়িয়ে সংখ্যালঘু এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের সরকারি স্কলারশিপের টাকা (Minority students scholarship money) তুলে নিচ্ছে অসাধু চক্র। মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় উত্তর দিনাজপুরের জেলাশাসককে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷
অবিলম্বে উত্তর দিনাজপুরে জেলাশাসককে টিম গঠন করে তদন্ত শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।
এর পিছনে বড় চক্র কাজ করছে বলে অভিযোগ মীর সেলিম সহ বেশ কিছু মামলাকারীর। এই বিষয়ে ২০২২ সালের ডিসেম্বর মাসে জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েও সুরাহা না মেলায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। তাঁদের দাবি, তাঁরা আরটিআইয়ের মাধ্যমেই এই ভুয়ো চক্রের কথা জানতে পারে।
মামলাকারীর আইনজীবী শুভ্র প্রকাশ লাহিড়ি এদিন আদালতে জানান, “একশ্রেণির আধিকারিকরা এর সঙ্গে যুক্ত থাকতে পারেন। না হলে এই ভাবে লক্ষ লক্ষ টাকা নাম ভাড়িয়ে তুলে নেওয়া সম্ভব নয়। এর যথাযথ তদন্ত হওয়া দরকার।”
রাজ্যের বক্তব্য, “মামলাকারী নিজেই এই চক্রের সঙ্গে যুক্ত। তিনি এই টাকার সুবিধা পাচ্ছেন। এর তদন্ত হলেই সব ধরা পড়বে।” এরপরই জেলাশাসককে এবিষয়ে পুঙ্খানপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, সংখ্যালঘু ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির মেধাবী ছেলে মেয়েদের পড়াশোনা, হস্টেল ফি বাবদ স্কলারশিপ দেওয়া হয়। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে সেই টাকা তোলার অভিযোগ উঠেছে অসাধু চক্রের বিরুদ্ধে।
আরও পড়ুন: 'দিল্লিতে পৌঁছবে বাংলার গর্জন', হকের টাকা ফেরত চাইতে বঞ্চিতদের চিঠি সংগ্রহে তৃণমূল