শেষ আপডেট: 26th July 2024 15:49
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ধর্ষণের পর ‘অন্তঃসত্ত্বা’ হয়ে পড়েছিল এক স্কুল ছাত্রী। থানায় অভিযোগ জানানোর পরে পুলিশের দ্বারস্থ হয়েছিল তার পরিবার। এরপরেই শুক্রবার সকালে খড়িবাড়ি থানার একটি শ্মশানঘাট থেকে অভিযুক্তের ঝুলন্ত দেহ মেলে। ঘটনাচক্রে অভিযুক্ত ছিলেন ওই স্কুলছাত্রীর পিসেমশাই।
নাবালিকার পরিবারের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত। তাতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তাকে জিজ্ঞাসা করে সমস্ত কিছু জানতে পারেন তাঁরা। এরপরে বৃহস্পতিবারই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। তদন্ত শুরু করে পুলিশ।
বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দায়েরের পরেই শুক্রবার সকালে একটি শ্মশানের কাছে অভিযুক্তের ঝুলন্ত দেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, ‘‘অভিযোগকারিণীর স্বাস্থ্যপরীক্ষার পরেই অভিযোগ দায়ের হয়েছিল। সে অন্তঃসত্ত্বা। যার বিরুদ্ধে অভিযোগ, ঘটনাচক্রে তিনি ওই নাবালিকার পিসেমশাই। এদিনই মেডিক্যাল কলেজে স্বাস্থ্যপরীক্ষার পর তাঁর বয়ান রেকর্ড করার কথা ছিল। তার আগেই তিনি আত্মঘাতী হয়েছেন।’’