শেষ আপডেট: 8th May 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: বাংলার শ্রমিকদের ভিন্ রাজ্য থেকে ফেরানো নিয়ে রেল মন্ত্রকের টুইটকে বিভ্রান্তিকর ও ভুল বলে দাবি করল এ রাজ্যের স্বরাষ্ট্র দফতর। শনিবার রাতে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে দাবি করা হয়েছে, রেল মন্ত্রকের করা টুইটে যে ক'টি ট্রেনের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলির অনুমোদন দিয়ে, সেগুলির কথা সংশ্লিষ্ট রাজ্যগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছিল গতকাল বা তার আগেই। সেই সিদ্ধান্তের কোনও বদল এখনও হয়নি।
দেখুন স্বরাষ্ট্র দফতরের সেই টুইট।
গতকাল রাতেই জানা গিয়েছিল, বিভিন্ন রাজ্য থেকে আটটি ট্রেনে বাংলার শ্রমিকদের ফেরানোর পরিকল্পনা করেছে নবান্ন। আজ, শনিবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও জানান, ১০টি ট্রেনে কেরল, তেলেঙ্গানা, পাঞ্জাব, তামিলনাড়ু, কর্ণাটক থেকে বাংলার শ্রমিকদের ফেরানো হবে। রবিবার একটি ট্রেন তেলেঙ্গানা থেকে মালদহে পৌঁছবে বলেও উল্লেখ করেন তিনি।