শেষ আপডেট: 19th August 2023 04:46
দ্য ওয়াল ব্যরো: যৌন সম্পর্কে (Physical Relation) সম্মতির ন্যূনতম বয়স কত হওয়া উচিত, সাম্প্রতিককালে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এবার এই বিষয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রক এবং জাতীয় মহিলা কমিশন সহ একাধিক কর্তৃপক্ষের কাছে তাঁদের মতামত জানতে চাইল শীর্ষ আদালত (Supreme Court)।
অথচ ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার দৌলতে ১৪ বছর বয়স থেকেই যৌনতা সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে যায় কিশোর-কিশোরীরা। এমনকী ওই বয়সেই পরস্পরের প্রতি শারীরিক আকর্ষণও তৈরি হয়। ফলে ওই বয়সে পরস্পরের সম্মতি মিলিত হলেও আইনের অপব্যবহার করে পুরুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। তাই যৌনতায় সম্মতির (Physical Relation) বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করার জন্য গত জুলাই মাসে কেন্দ্রকে পরামর্শ দিয়েছিল মধ্য প্রদেশ হাইকোর্ট।
ওই রেফারেন্স টেনেই শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী হর্ষ বিভোর সিঙ্ঘল। শুক্রবার মামলাটি গ্রহণ করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। এবিষয়ে কেন্দ্রের আইন মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রক এবং জাতীয় মহিলা কমিশন সহ একাধিক কর্তৃপক্ষের কাছে মতামত জানতে চেয়েছে বেঞ্চ (Supreme Court)।
আইনজীবী হর্ষ বিভোর অবশ্য মনে করেন, ১৪ নয়, যৌন সম্মতির (Physical Relation) বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করা উচিত। শুনানিতে আদালতকে তিনি বলেন, ‘কোনও কিছু বিচার করার মতো শারীরিক, জৈবিক, মনস্তাত্ত্বিক ও সামাজিক ক্ষমতা ১৬ বছর বয়স থেকেই তৈরি হয়ে যায়। তাই নিজেদের দেহের সঙ্গে তারা কী করতে চায়, তার স্বাধীনতা থাকা জরুরি। সেকারণেই উভয় সম্মতিতে যৌন সম্পর্কে লিপ্তের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করা উচিত।’
আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়েও র্যাগিং, ইন্ট্রো-পর্ব! ঘরেই মদ্যপান, প্রস্রাব করার অভিযোগ