শেষ আপডেট: 24th July 2022 15:44
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে শনিবার সকালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বাংলার রাজনীতি এখন সেই গ্রেফতারির ধাক্কায় তোলপাড়। পার্থবাবু রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রীও বটে। তাঁর বিরুদ্ধে এমন বড়সড় দুর্নীতির অভিযোগ নজিরবিহীন।
শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের আগে টানা ২৬ ঘণ্টা জেরা করেছে ইডি। সেই জেরা চলাকালীনই বেহালায় তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে নগদ ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। পরে টাকার পরিমাণ বেড়ে হয়েছে সাড়ে ২২ কোটি। সমস্ত ঘটনাপ্রবাহ সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো বর্ষীয়ান রাজনীতিবিদের ‘বান্ধবী’, অন্যদিকে এই টাকার পাহাড়, সবকিছু নিয়ে জমে উঠেছে মিম। শুক্রবার রাত থেকে মিমের (meme) বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।
পার্থ চট্টোপাধ্যায়ের এই কেলেঙ্কারির পর্দা ফাঁস হওয়ার ঠিক আগের দিনই ছিল ২১ জুলাই, তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। রাজ্যের শাসকদলের জন্য এই দিনটা ‘বিগ ডে’। সেদিন ধর্মতলার মঞ্চ থেকে দাঁড়িয়ে জোর গলায় ভাষণ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্যাকেটজাত মুড়ির উপর জিএসটি বসানোয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে নিজ কায়দায় তোপ দেগেছিলেন তিনি। একুশের মঞ্চে দাঁড়িয়ে মুড়ি খেতে খেতে মমতা আওয়াজ তুলেছিলেন ‘আমাদের মুড়ি ফিরিয়ে দাও’। একদিন পরের পার্থ-কেলেঙ্কারির সঙ্গে সেই মুড়ির অনুষঙ্গ টেনে মিম তৈরি হয়েছে প্রচুর।
কোনও মিমে বলা হয়েছে, ‘মঞ্চে মুড়ি, ফ্ল্যাটে কুড়ি’। কোনও মিম আবার বলেছে ‘একুশে মুড়ি আর বাইশে কুড়ি’।
কেউ কেউ আবার পার্থ চট্টোপাধ্যায়ের ছবি বসিয়ে দিয়েছেন দেব অভিনীত ‘চাঁদের পাহাড়’-এর পোস্টারে। মিমের পর্দায় ‘চাঁদের পাহাড়’ হয়ে গেছে ‘টাকার পাহাড়’ আর ‘শুভ মুক্তি হয়েছে ‘শুভ গ্রেফতারি’।
পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীও মিম কটাক্ষের কেন্দ্রে রয়েছেন। অর্পিতা মুখোপাধ্যায়কে কেউ কেউ তুলনা করেছেন তৃণমূলের প্রাক্তন নেতা শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অভিনেত্রী অর্পিতার ‘মা লক্ষ্মী’ সাজে ছবিও রয়েছে সোশ্যাল মিডিয়ায়, লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সেই ছবির কটাক্ষ মিমে ফুটে উঠেছে।
আরও পড়ুন: অর্পিতার পৈতৃক বাড়িতে এসেছিলেন রামকৃষ্ণ পরমহংস, মুখার্জি পরিবারকে লোকে একডাকে চেনে!
দারুণ জনপ্রিয়তা পেয়েছে বেহালা পূর্ব আর বেহালা পশ্চিমের মিম। পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের বিধায়ক। আর শোভন চট্টোপাধ্যায় একসময় বেহালা পূর্বের বিধায়ক ছিলেন। তাঁর সঙ্গে বৈশাখীর ছবি এবং পার্থর সঙ্গে অর্পিতার ছবি মিমের হট টপিক হয়ে উঠেছে। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত ঠাউরে একদিকে যেমন তাঁর শাস্তি দাবি করছেন অন্যদিকে তেমনই মজে আছেন রকমারি মিমে।
ফেসবুক ট্রেন্ডের জগৎ। সেখানে আজ যা ট্রেন্ড কাল তা ঢাকা পড়ে যায় নতুন কোনও ট্রেন্ডের চাকচিক্যে। আপাতত নতুন কিছু না আসা পর্যন্ত ফেসবুকে ট্রেন্ডিং পার্থ-অর্পিতা।
আরও পড়ুন: ‘পার্থ সুস্থ আছেন, দুর্নীতি ধামাচাপা দিচ্ছে এসএসকেএম’! হাইকোর্টে বিস্ফোরক ইডি