শেষ আপডেট: 25th September 2023 14:35
দ্য ওয়াল ব্যুরো: ডাক্তারিতে সুযোগ পেতে (medical studies) অনেক পড়ুয়া ভুয়ো জাতি শংসাপত্র (Certificates) দিয়ে কলেজে ভর্তি হয়েছেন বলে অভিযোগ। এই বিষয়ে আগেই আদালতে দায়ের হয়েছিল মামলা। ওই মামলার শুনানিতে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay)।
আদালতের নির্দেশ, যে সব ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে ভুয়ো জাতি শংসাপত্র জমা দিয়ে ভর্তি হওয়ার অভিযোগ উঠেছে তাঁদের সকলের জাতি শংসাপত্র আদালতে জমা দিতে হবে। এদিন আদালতে হাজির হয়েছিলেন ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন দেবাশিস ভট্টাচার্য। তাঁর মাধ্যমেই রাজ্যের সব কলেজের প্রিন্সিপালদের উদ্দেশে এই নির্দেশ পাঠিয়েছেন বিচারপতি।
আদালতের প্রশ্নের জবাবে ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন জানান, অক্টোবরে নতুন ডাক্তারি পড়ুয়াদের ক্লাস শুরু হবে। আগামী সাতদিনের মধ্যে তাঁদের নাম এবং ঠিকানা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ৩ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।
আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে নিট (NEET) পরীক্ষায় অংশ নেয় দুর্গাপুরের বাসিন্দা ইতিশা সোরেন। মেধা তালিকায় তাঁর ব়্যাঙ্ক ছিল ২৮ হাজার ৩১৯।
দ্বিতীয় কাউন্সিলিং পর বজবজ জগন্নাথ গুপ্ত মেডিক্যাল সায়েন্স এবং হাসপাতালে সুযোগ পান ইতিশা। আদালতে তাঁর অভিযোগ, অনেক পরীক্ষার্থী তফসিলি জাতির অন্তর্ভুক্ত নন। তাঁরা ভুয়ো ভুয়ো জাতি শংসাপত্র পেশ করে অনেক যোগ্যপ্রার্থীর সুযোগ কেড়েছেন। তারই প্রেক্ষিতে অভিযুক্ত পড়ুয়াদের জাতি শংসাপত্র চেয়েছে আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, “অনেক ক্ষেত্রে পদবী শুনে বলা কঠিন। যদি দেখা যায় যারা ভুয়ো শংসাপত্র দিয়ে সুবিধা নিয়েছেন তাদের আসন ফাঁকা হবে। তবে কাউন্সিলিং আটকানো হাছে না।”
আরও পড়ুন: ইডি অফিসারকে বেনজির ভর্ৎসনা বিচারপতি সিনহার, কেমন গন্ধ পাচ্ছি, আপনারা তথ্য লুকোচ্ছেন!