Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন

রামকৃষ্ণের কথামৃতে বিষ ঢালা হচ্ছে, প্রতিবাদ জানালেন সিপিএমের সেলিমও

দ্য ওয়াল ব্যুরো: রামকৃষ্ণ ও বিবেকানন্দের মতাদর্শ ও দর্শনকে বেনজির অক্রমণ করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন ইসকনের (ISKON) নবীন সাধু অমোঘ লীলা। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে 'অমোঘ লীলা' চর্চা। মানুষের ক্ষোভের আগুন বেড়েই চলেছে। প্রশ্ন উঠছে, ইসক

রামকৃষ্ণের কথামৃতে বিষ ঢালা হচ্ছে, প্রতিবাদ জানালেন সিপিএমের সেলিমও

শেষ আপডেট: 11 July 2023 01:22

দ্য ওয়াল ব্যুরো: রামকৃষ্ণ ও বিবেকানন্দের মতাদর্শ ও দর্শনকে বেনজির অক্রমণ করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন ইসকনের (ISKON) নবীন সাধু অমোঘ লীলা। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে 'অমোঘ লীলা' চর্চা। মানুষের ক্ষোভের আগুন বেড়েই চলেছে। প্রশ্ন উঠছে, ইসকনের মতো প্রতিষ্ঠানে সাধু হয়ে কীভাবে তিনি লাগামহীন মন্তব্য করলেন?

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও (Md Salim attack Amogh Lila) এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তিনি ইসকনের নবীন সাধুর বক্তব্যের একটি অংশ টুইট করেন। তিনি লেখেন, "কথামৃতর স্থলে বিষ ঢেলে প্রবচন। বহুত্ববাদ ও বৈচিত্র্যের বদলে, বহুসংখ্যকবাদের প্রযোজনা! ‘সাংস্কৃতিক রাষ্ট্রবাদ’ এরই মূর্ছনা।"

ঠিক কী বলেছেন অমোঘ, যা নিয়ে এই নিন্দা?

সেলিমের শেয়ার করা ভিডিওয় দেখা গেছে, অমোঘের যে বক্তব্যের অংশ উঠে এসেছে, তাতে 'যত মত তত পথ' বাণীর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। রামকৃষ্ণর 'যত মত তত পথ' বাণীকে উদ্ধৃত করে অমোঘ ব্যাখ্যা দিয়েছেন, ‘যে রাস্তা দিয়ে ইচ্ছে যাওয়ার বেরিয়ে পড়, গন্তব্য একই হবে। সেটা কখনই হয় না। আমি যদি মায়াপুর যেতে চাই, তবে ডান-বাম-আগে-পিছে যে কোনও রাস্তা ধরে যাওয়া সম্ভব নয়। একটি নির্দিষ্ট রাস্তা ধরতে হবে।’

একেই সেলিম নিন্দা ((Md Salim attack Amogh Lila)) করেছেন 'সাংস্কৃতিক রাষ্ট্রবাদ' বলে। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া শ্রীরামকৃষ্ণের বহুত্ববাদ ও বৈচিত্রকে আদৌ না বুঝে রাষ্ট্রীয় মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা বলে মনে করছেন তিনি। তাঁর মতে, এই সংখ্যাগুরুবাদেই আক্রান্ত হচ্ছে দেশের বহুত্ববাদ, ভারতের বৈচিত্র।
https://twitter.com/salimdotcomrade/status/1678623140119986176

সেলিম একা নন, অমোঘের এই রামকৃষ্ণ-ব্যাখ্যাকে শুধু ভুল নয়, রীতিমতো হাস্যকর বলেই মনে করছেন অনেকেই। কারণ রামকৃষ্ণ তাঁর এই বাণীতে মানুষকে বোঝাতে চেয়েছিলেন একই ঈশ্বরকে অনুভবের বহু পথ। কিন্তু অমোঘ সেখানে সেই 'পথ'কে 'রাস্তা'র সঙ্গে গুলিয়ে বসে অপ্রাসঙ্গিক উদাহরণ খাড়া করলেন।

তবে এদিন শুধু রামকৃষ্ণ নন, বিবেকানন্দর দিকেও ঘুরে গেছে অমোঘের নিশানার তির। তিনি বলেন যে, বিবেকানন্দকে তিনি শ্রদ্ধা করেন ঠিকই, কিন্তু সব মানতে পারেন না। তিনি কখনই বিবেকানন্দকে সিদ্ধ পুরুষ মনে করেন না। অমোঘ লীলার ব্যাখ্যা, “কোনও সিদ্ধপুরুষ কখনও কোনও পশু মেরে খাবেন না।” তিনি বলেন, “বিবেকানন্দ যদি মাছ খান তবে কীভাবে তিনি সিদ্ধপুরুষ হবেন?”

জাতি মেরুদণ্ড গঠনে খেলাধূলাকে বেশি জোর দিয়েছিলেন বিবেকানন্দ। কিন্তু অমোঘ মনে করেন, 'খেলাধূলা করাই মনের বিকাশের জন্য শেষ কথা হতে পারে না। গীতা পাঠ করাটা অত্যন্ত জরুরি।' ইসকনের সাধু অমোঘ লীলার এহেন বক্তব্য প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

রামকৃষ্ণের 'যত মত তত পথ'-এর অপব্যাখ্যা ইসকনের সাধু অমোঘ লীলার, বিতর্কের ঝড়


ভিডিও স্টোরি