শেষ আপডেট: 7th September 2024 18:21
দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিঙের মাটিগাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় অপরাধীকে মৃত্যুদণ্ড দিল শিলিগুড়ি আদালত। শিলিগুড়ি আদালতের বিচারক অনিতা মেহেত্রা মাথুর শনিবার এই সাজা ঘোষণা করেছেন।
জঙ্গলের ভিতর পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণির এক ছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল মহম্মদ আব্বাস নামে এক ব্যক্তি।
২০২৩ সালের ২১ অগস্টের এই ঘটনায় শারীরিক অত্যাচারের জেরে মৃত্যু হয় ওই নাবালিকার। নির্যাতিতাকে যাতে কেউ চিনতে না পারে, ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল তার মুখ। সমস্ত সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে অবশেষে আব্বাসকে দোষী সাব্যস্ত করল আদালত।
ঘটনার ১ বছর ১৪ দিনের মাথায় মামলার নিষ্পত্তি হল। আব্বাসের বিরুদ্ধে ওঠা স্কুলছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ প্রমাণিত হয় বৃহস্পতিবারই।