শেষ আপডেট: 7th May 2022 07:01
Maoist Poster: প্রতিবেশীকে ভয় দেখাতে মাওবাদী পোস্টার রিষড়ায়, পুলিশের জালে ১
দ্য ওয়াল ব্যুরো: রিষড়া পুরসভার দাসপাড়ার ক্যাভেন্টার্স হাউসিং এলাকায় গত ১৮ এপ্রিল ও ৪ঠা মে দুটি মাওবাদী পোস্টার (Maoist Poster) পাওয়া যায়। সাদা কাগজে লাল কালিতে লেখা ছিল সিপিআইএমএল মাওবাদী।
ঘটনার পর তদন্তে নামে রিষড়া থানা ও চন্দননগর পুলিশের গোয়েন্দারা। একজন সন্দেহভাজনকে আটকও করে চন্দননগর পুলিশ কমিশনারেট। জিজ্ঞাসাবাদ করে এবং হাতের লেখা মিলিয়ে গোয়েন্দারা নিশ্চিত হয় সন্দেহভাজন ব্যক্তিই ওই মাওবাদী পোস্টার দিয়েছিলেন। এরপরই অভিযুক্ত রাজেন আইচকে (৪৭) গ্রেফতার করে পুলিশ। তাকে শুক্রবার শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ। আদালতের নির্দেশে এখন পুলিশ হেফাজতে রয়েছে ওই ব্যক্তি।
শনিবার চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ সাংবাদিকদের জানান, রিষড়ায় দুদিন দুটি মাওবাদী পোস্টার দেখতে পেয়ে তদন্ত শুরু হয়। যে এলাকায় পোস্টার (Maoist Poster) পড়েছিল সেখানে খোঁজখবর শুরু করেন গোয়েন্দারা। সন্দেহভাজন হিসাবে রাজেন আইচকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে এবং হাতের লেখা মিলিয়ে দেখা হয় যে ওই পোস্টার তিনিই মেরেছিলেন।
পুলিশসুপার জানান, অভিযুক্ত জানিয়েছে প্রতিবেশীর সঙ্গে তাঁর বিবাদ রয়েছে। প্রতিবেশীকে ভয় দেখাতেই এই পোস্টার মারে। গোয়েন্দারা জানতে পেরেছেন মাওবাদীদের সঙ্গে অভিযুক্তের কোনও যোগ নেই। নিছক ভয় দেখাতেই এই কাণ্ড করেছে সে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত চলছে।
মাথায় ভারী বাটখারা দিয়ে মেরে স্ত্রীকে খুন, বিষ খেয়ে আত্মঘাতী স্বামীও