শেষ আপডেট: 24th August 2022 17:20
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ও ইডির (ED) হাতে একের পর এক গ্রেফতার (Arrest) হচ্ছেন রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রীরা (Leaders)। এই ঘটনাকে বিজেপির (BJP) রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা আখ্যা দিয়ে সিবিআই ও ইডির অপব্যবহারের বিরুদ্ধে আজ তৃণমূল মন্ত্রী তথা বিধায়ক মনোজ তিওয়ারির (Manoj Tiwari) নেতৃত্বে বিক্ষোভ মিছিলের (Rally) আয়োজন করেছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITMC)।
আজ বুধবার বিকাল ৪টে নাগাদ হাওড়ার বালিটিকুরী কালীতলা এলাকা থেকে মনোজ তিওয়ারির নেতৃত্বে শুরু হয় মিছিল। শিবপুর ব্লকের সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক। তাঁর আহ্বানে সাড়া দিয়ে এদিন মিছিলে হাজির হয়েছিলেন দলীয় নেতা ও কর্মীবৃন্দ। হাতে দলীয় পতাকা ও গলায় পোস্টার ঝুলিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছিলেন তাঁরা।
তাঁদের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে দলের নেতা মন্ত্রীদের। 'হয় সিবিআই ও ইডি সঠিক তদন্ত করুক, নয়তো বিজেপির ঝাণ্ডা ধরুক। মিথ্যে মামলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায়নি, যাবে না। তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চক্রান্তের বিরুদ্ধে আমরা সবাই লড়ছি, লড়ব,' দাবি তাঁদের।