শেষ আপডেট: 14th September 2023 11:15
দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়ালে খবর প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসল পঞ্চায়েত দফতর। ঘটা করে উদ্বোধনের পরেও কেন হয়নি মানিকচক (Manikchak Road) হাইস্কুলের পার্শ্ববর্তী পাল্লুরোড থেকে ঘাট রোড সংযোগকারী রাস্তা, জেলা প্রশাসনের কাছে তার রিপোর্ট চাওয়া হল। জানানো হল শুক্রবারের মধ্যেই ফের ওই রাস্তার জন্য টেন্ডার ডাকা হবে। যে ঠিকাদারের গাফিলতিতে নির্ধারিত সময়ের পরেও রাস্তাটি তৈরি হয়নি, তাঁকেও শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে পথশ্রী প্রকল্পের মাধ্যমে বহু সংখ্যক রাস্তা নির্মাণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা অনুযায়ী পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তা নির্মাণের কথা ছিল। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও রাস্তা নির্মাণ হয়নি। শুধুমাত্র বাঁধের ক্ষতিগ্রস্ত কয়েকটি জায়গায় বাঁশের খুঁটি দেওয়া হয়েছে বলে জানান গ্রামবাসীরা।
এ ব্যাপারে মানিকচক ব্লক প্রশাসনের আধিকারিকরা সংবাদমাধ্যমের কাছে কিছু জানাতেই নারাজ ছিলেন। মানিকচক পঞ্চায়েত সমিতির নবনিযুক্ত সভাপতি পিঙ্কি মণ্ডল জানান, এই বিষয়টি তাঁর জানা নেই। সবে নতুন বোর্ড গঠন হয়েছে। খোঁজ নিয়ে দেখবেন তিনি। বিডিওর সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।
সেই খবর দ্য ওয়ালে প্রকাশের পরেই পঞ্চায়ের দফতরের পক্ষে জেলা প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। আগের ঠিকাদারকে শোকজ করে শুক্রবারের মধ্যেই নতুন করে টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: পদ আঁকড়ে রাখার যৌক্তিকতা নেই! পূর্ণিমা ঝালদার উপপুরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন