শেষ আপডেট: 24th January 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: দ্য ওয়াল ব্যুরো: ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শূন্যে গুলি ছোড়া হল স্কুলে! মালদহের মানিকচকের নুরপুর এলাকার এই ঘটনায় প্রবল হইচই পড়ে গিয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালে 'টিপটপ ক্লাব'-এর উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছিল নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। খেলার সূচনা করতে গিয়ে কয়েকজন যুবক হাতে বন্দুক নিয়ে গুলি ছোড়েন! এই দেখে দর্শকদের মধ্যেও প্রবল উচ্ছ্বাস দেখা দেয়। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে সঙ্গে সঙ্গে সক্রিয় হয় প্রশাসন।
পুলিশ জানিয়েছে, কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় যারা জড়িত, তাদেক বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে, এখনও কোনও গ্রেফতারির খবর পাওয়া যায়নি।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন মনসুর আহমেদ খান, মহম্মদ আমিনুর রহমান খান, আলকামা খান চৌধুরী ও মহম্মদ বখতোয়ার খান।
ঘটনার কথা জানার পর জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন যে, ২৩ জানুয়ারি ওই টুর্নামেন্টে চার রাউন্ড গুলি চালানো হয়। ওই চারটি বন্দুকের লাইসেন্সও আছে। তবে এই ঘটনায় অস্ত্র আইনের লঙ্ঘন ঘটেছে।
চলতি মাসের গোড়ায় ইংরেজবাজারের কাউন্সিলর দুলাল সরকার খুন হওয়ার পর থেকে এই নিয়ে মালদহে একাধিক গুলি চালানোর ঘটনা ঘটল। গত বৃহস্পতিবার কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। পুলিশ অভিযান চালিয়ে বেআইনি কফ সিরাপের বোতল উদ্ধার করতে গিয়ে এই হামলার শিকার হয়। দুই অভিযুক্ত গ্রেফতার হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।