শেষ আপডেট: 31st July 2023 12:47
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কালো শার্টের উপর বাদামি ব্লেজার পরে গোটা শ্রীরামপুর তিনি চষে বেড়াচ্ছেন সাইকেল নিয়ে (riding bicycle)। আর সবার অনুরোধে একের পর এক গেয়ে চলেছেন মহম্মদ রফির গান (Man singing Rafi song)। আজ যে প্রয়াত গায়কের প্রয়াণদিবস। এভাবেই কিংবদন্তী গায়ককে শ্রদ্ধা জানাচ্ছেন পরমেশ্বর টুডু।
নাম তাঁর পরমেশ্বর হলেও এলাকার মানুষ তাঁকে রফি সাহাব বলে ডাকেন। কারণ রফির (Mohammed Rafi) গানেই যেন শ্বাস-প্রশ্বাস নেন পরমেশ্বর। দিনভর তিনি একের পর এক গেয়ে চলেন মহম্মদ রফির গান। আজ ৩১ জুলাই। প্রায় চার দশক আগে এই দিনে চলে গেছেন রফি সাহেব। তবুও তাঁর গান একইরকমভাবে জীবন্ত থাকে পরমেশ্বরের মত রফি ভক্তদের কাছে। শ্রীরামপুরে একটি সেলুনে সোমবার শিল্পী মহম্মদ রফির ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রফি ভক্তরা। সেখানেও দেখা মেলে পরমেশ্বরের।
ভারতীয় সিনেমায় মহম্মদ রফির হিট গানের সংখ্যা অসংখ্য। এক সময় আসমুদ্রহিমাচল তাঁর গানে পাগল হত। হুগলির ধনিয়াখালির বাসিন্দা পরমেশ্বর যেখানে যান অনুরোধ আসে দু কলি গেয়ে শোনানোর। হাসি মুখে গান ধরেন পরমেশ্বর রফি সাহাব। ‘গুলাবি আঁখে যো তেরি দেখি শরাবি ইয়ে দিল হো গয়া…’।