শেষ আপডেট: 12th November 2022 07:01
বর্ধমানে ৭৫ বছরের ভবঘুরে বৃদ্ধাকে ধর্ষণ করে খুন! অভিযুক্তকে বেধড়ক মার স্থানীয়দের
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ৭৫ বছর বয়সি (75 years old) এক সহায়-সম্বলহীন, গৃহহীন (homeless) বৃদ্ধাকে ধর্ষণ (rape) করে খুন (murder) করার অভিযোগ উঠল ৩৫ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হবার পরেই এলাকাবাসী ওই যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান (Bardhaman) শহর ১৪ নম্বর ওয়ার্ড সাধনপুর রোডে বর্ধমান স্টেশনের পুরনো ব্রিজের মাজারের কাছে। ওই বৃদ্ধা গত তিন বছর ধরে ওই এলাকাতেই থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁর যাওয়ার কোনও জায়গা ছিল না। শারীরিক দুর্বলতার কারণে তিনি বেশি হাঁটাচলাও করতে পারতেন না বলে জানা গেছে। স্থানীয়রাই ওই বৃদ্ধাকে জল এবং খাবার দিতেন।
শুক্রবার রাত আটটা নাগাদ হঠাৎই ৩৫-৪০ বছর বয়সি এক যুবককে বৃদ্ধার কম্বলের মধ্যে ঢুকে তাঁকে ধর্ষণ করতে দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তাঁরা ওই যুবককে ধরে ফেলেন। বেশ কিছুক্ষণ তাকে মারধর করার পর একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। ইতিমধ্যেই দেখা যায়, মৃত্যু হয়েছে বৃদ্ধার।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। তাঁরা ওই যুবককে থানায় নিয়ে যান। বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন। সে বর্ধমান স্টেশনে ঝাঁট দিত বলে জানা গেছে। তবে ধর্ষণের ঘটনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছিল, নাকি ওই যুবকই ধর্ষণ করার পর তাঁকে শ্বাসরোধ করে খুন করেছে, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বেলেঘাটার লোহার কারখানায় বিধ্বংসী আগুন, ঝলসে গেছেন অন্তত দু’জন