শেষ আপডেট: 29th August 2021 11:35
দিঘায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক, পরে উদ্ধার মৃতদেহ
দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হতেই পর্যটকের ঢল নেমেছে দিঘার সমুদ্র উপকূলে। তারই মধ্যে এবার জলে ডুবে মৃত্যু হল এক পর্যটকের। পাড়ার ছেলের মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমেছে এলাকায়। জানা গিয়েছে, নদিয়ার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা বছর তেইশের প্রীতম সাধুখাঁ বন্ধুদের সঙ্গে শনিবার দিঘা বেড়াতে যান। এরপর বিকেল পাঁচটা নাগাদ তাঁরা নিউ দীঘা ক্ষণিকা ঘাটে স্নান করতে নামেন। তখনই প্রীতম তলিয়ে যায় বলে জানা গেছে। তবে তাঁর বন্ধু বান্ধবরা থানায় এসে জানান, সমুদ্রে স্নান করে উঠে এসেছিল প্রীতম। কিন্তু পরে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেকের ধারণা ছিল, হয়ত সে বাড়ি ফিরে গেছে। তবে আজ সকাল দশটা নাগাদ ওড়িশার উদয়পুর ঘাটে প্রীতমের মৃতদেহ ভেসে ওঠে। পরে ওড়িশা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।