শেষ আপডেট: 7th December 2021 18:43
দ্য ওয়াল ব্যুরো: তেলের ট্যাঙ্কার থেকে পড়ে মৃত্যু হল এক খালাসির। মৃতের নাম হাফিজ শেখ ওরফে সাদ্দাম। বয়স মাত্র ৩৫ বছর। মৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বজবজে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কাঁঠালবেড়িয়া এলাকার একটি পাম্পে তেল ভরছিলেন ওই যুবক। তেল ভরার পর গাড়ির উপরে উঠে ট্যাঙ্কারের ঢাকনা লাগাচ্ছিলেন তিনি। সেই সময় আচমকাই নীচে পড়ে যান ওই যুবক। তাঁর মাথায় ও পায়ে গুরুতর চোট লাগে। তড়িঘড়ি স্থানীয়রা এবং গাড়ির চালক গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সেখানে তার অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরাই। এরপর রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে কি ভাবে এমন দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।