শেষ আপডেট: 28th May 2018 09:19
[caption id="attachment_7633" align="alignleft" width="300"] তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজভবনের সামনে SUCI-এর বিক্ষোভ। ছবি দেবাশিস রায়।[/caption]
দ্য ওয়াল ব্যুরো: সোমবার শহরে এক লিটার পেট্রলের দাম ৮০.৯১ টাকা। গত ১২ দিন ধরে যেভাবে ধারাবাহিকভাবে পেট্রলের-ডিজেলের দাম বাড়ছে তাতে কোথায় গিয়ে থামবে তা বলতে পারছে না তাবড় অর্থনীতিবিদরাও। লাগামহীন পেট্রপণ্যের দাম বৃদ্ধিতে আবার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, ‘বারবার পেট্রপণ্যের দাম বাড়ছে। কৃষি, পরিবহণ সহ সবেতেই এর খুব খারাপ প্রভাব পড়ছে। সাধারন মানুষকে বাধ্য করা হচ্ছে এর দায় নিতে।’ সেই সঙ্গে মোদী সরকারের উদ্দেশে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কেন কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ করবে না?’
https://twitter.com/MamataOfficial/status/1000996674548871168কর্নাটকে কুমারস্বামীর শপথগ্রহণের দিনই মমতা অন্যান্য বিরোধী দলের নেতাদের পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে নামার প্রস্তাব দিয়েছিলেন। সেই মতো গত শুক্রবার যুব তৃণমূলের ডাকে কলকাতায় মিছিলও হয়। এ দিনের টুইটের পর মুখ্যমন্ত্রী কী রাজনৈতিক কর্মসূচী গ্রহণ করেন এখন সেটাই দেখার।