শেষ আপডেট: 8th November 2021 09:22
দ্য ওয়াল ব্যুরো: পেট্রল-ডিজেলের দামে (Fuel Price) রাজ্যের ভ্যাট প্রত্যাহার করার দাবিতে এবার সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী। এ ব্যাপারে এদিন কংগ্রেস শাসিত পাঞ্জাব ও ছত্তীসগড়কেই মডেল হিসেবে তুলে ধরতে চান অধীর। তাঁর কথায়, “জিনিসের দামে যখন মানুষের হাত পুড়ছে তখন পাঞ্জাব এবং ছত্তীসগড়ের কংগ্রেস সরকার অনেকদিন আগেই ভ্যাট তুলে নিয়েছিল। এখন তো পশ্চিমবঙ্গ সরকারেরও তা করা উচিত।” বহরমপুরের কংগ্রেস সাংসদ বলেন, “আমরা তো আগেই দাবি জানিয়েছিলাম কেন্দ্র তার এক্সাইজ ডিউটি কমাক আর রাজ্য তার ভ্যাট কমাক । তাহলে এই যে মূল্যবৃদ্ধির আগুন তার তাত কিছুটা কমবে।” সম্প্রতি কেন্দ্রীয় সরকার উৎপাদন শুল্ক তুলে নেওয়ার পর একাধিক বিজেপি শাসিত রাজ্য ভ্যাট কমিয়েছে। ফলে এক একটি রাজ্যে লিটার প্রতি পেট্রল ডিজেলের দাম এক ধাক্কায় ১২-১৩ টাকা কমে গিয়েছে। বাংলায় বিজেপিও দাবি তুলেছে, অন্য রাজ্যে পারলে বাংলা করছে না কেন? এ নিয়ে সোমবার গেরুয়া শিবিরের বিধায়করা বিধানসভাতেও হইহট্টগোল করেছেন। তবে অধীর চৌধুরী বোঝাতে চেয়েছেন, এসবের অনেক আগেই কংগ্রেস শাসিত দুই রাজ্য এই পথে হেঁটে ফেলেছে। এমনকি গতকালও পাঞ্জাবের কং গ্রেস সরকার আরএক দফা ভ্যাট কমিয়েছে। রাজ্য সরকারকে নিশানা করার পাশাপাশি মোদী সরকারের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান অধীরবাবু। তাঁর কথায়, দিল্লির সরকার কি এই নিশ্চয়তা দিতে পারবে যে, আর দাম বাড়বে না। শুধু পেট্রল-ডিজেল নিয়ে নয়। রেশন নিয়েও মোদী সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানান অধীর। কেন্দ্রীয় সরকারের বিনা মূল্যে রেশনের মেয়াদ নভেম্বরেই শেষ। সমস্ত বিরোধী দলই দাবি করেছে, এই প্রকল্প কেন্দ্রকে চালিয়ে যাওয়ার। এদিন অধীর চৌধুরী বলেন, “যে পরিস্থিতির কথা ভেবে বিনা পয়সায় রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার কি কোনও বদল হয়েছে? তা যদি না হয় তাহলে বিনা পয়সায় রেশন দেওয়া বন্ধ হবে কেন? এই প্রকল্প চালিয়ে যাওয়া উচিত।” পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'