শেষ আপডেট: 17th September 2023 07:06
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারের সন্ধেয় মাদ্রিদের শিল্প মঞ্চ ও বাংলার রাজনীতির পুরো আলোটাই যেন শুষে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই অনেকেই দীনেশ পটনায়েকের (Dinesh Patnaik) কথা হয়তো খেয়ালই করেননি। কে তিনি? ইন্ডিয়ান ফরেন সার্ভিসের প্রবীণ এই অফিসার হলেন স্পেনে ভারতীয় রাষ্ট্রদূত। শুক্রবার মাদ্রিদে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (Bengal Global Business Summit –BGBS) মঞ্চে যিনি বাংলার কথা বলতে গিয়ে বলেছেন, “এক সময়ে শিল্প বিপ্লব হয়েছিল পশ্চিমবঙ্গে। গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee Spain Tour) নেতৃত্বে পশ্চিমবঙ্গ ফের বিশ্বের অন্যতম অগ্রগণ্য শিল্পাঞ্চল হিসাবে উঠে আসছে।”
এখানে ছোট করে জানিয়ে রাখা ভাল যে স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পটনায়েকের একটা কলকাতা-কানেকশন রয়েছে। তিনি আইআইএম জোকা (IIM Kolkata) থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর করেছিলেন। তা ছাড়া কেরিয়ারের গোড়ার দিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের পোস্টেড ছিলেন দীনেশ।
ভারত যুক্তরাষ্ট্রীয় দেশ। তাই ভারতের রাষ্ট্রদূত তাঁর দেশের কোনও একটি রাজ্যের মহিমা প্রচার করবেন, তা অতি স্বাভাবিক ঘটনা। এর মধ্যে অস্বাভাবিকতার লেশমাত্র নেই। এবং এখানেই দুটি প্রশ্ন প্রাসঙ্গিক। এক—মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প মঞ্চে উঠে স্পেনে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্নায়েক এই যে সহায়ক ভূমিকা নিলেন তা কি সাউথ ব্লককে না জানিয়ে? অর্থাৎ নয়াদিল্লিতে মোদী প্রশাসনকে না জানিয়ে স্রেফ নিজের বিবেচনাতেই কি তিনি তা করেছেন? কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে যা অন্দর থেকে চেনেন তাঁদের ধারণা হল, নয়াদিল্লির সবুজ সঙ্কেত না থাকলে এটা কখনওই সম্ভব ছিল না।
দ্বিতীয় প্রশ্ন হল, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিদেশ সফরে এরকম সহায়ক ভূমিকা নিয়েছিল দিল্লি?
আরও পড়ুন: সৌরভের কারখানার জন্য কোন জমিটা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, রইল তার ইতিবৃত্ত
অর্থাৎ নয়াদিল্লি যে অনুমতি নাও দিতে পারে সেই আশঙ্কা নবান্নের ছিলই। ওই আমলার কথায়, আসলে নবান্ন ঘর পোড়া গরু। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর, চিকাগো সফর, নেপাল সফর—ইত্যাদি সবই নয়াদিল্লির বাধার কারণেই সম্ভব হয়নি। বিশেষ করে বাংলায় শিল্পের প্রসারের জন্যই চিন সফরে যেতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী।
মোদী সরকারের অবশ্য তখন বক্তব্য ছিল, যে সব অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে চাইছেন তা মুখ্যমন্ত্রীর পদের জন্য উপযুক্ত ছিল না। দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও বিদেশ সফরে গিয়ে তিনি দেশকেই তো প্রতিনিধিত্ব করবেন।
সেই তিক্ত অতীত থেকে এবারে এখনও পর্যন্ত স্পেন সফরের অভিজ্ঞতার ফারাক যেন আলোকবর্ষ। মাদ্রিদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক শুধু বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে উপস্থিত ছিলেন না, তিনি লা লিগার সঙ্গে মমতার বৈঠকেও হাজির ছিলেন।
শুক্রবার শিল্প মঞ্চে দীনেশ পট্টনায়েক আরও বলেন, “ভারত হল ইউনিয়ন অফ স্টেটস। অর্থাৎ কতগুলো রাজ্যের সমষ্টি। পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম।” বাংলার সম্পর্কে স্প্যানিশ শিল্পপতি ও বণিকমহলকে ধারণা দিতে গিয়ে ভারতীয় রাষ্ট্রদূত আরও বলেন, “গোটা স্পেনের জনসংখ্যা ৪৭ মিলিয়ন তথা ৪ কোটি ৭০ লক্ষ। আর পশ্চিমবঙ্গের জনসংখ্যা ১০ কোটি। অর্থাৎ পশ্চিমবঙ্গ একটা স্বাধীন রাষ্ট্র হতে পারে।”
আরও পড়ুন: সৌরভের মধুর প্রতিশোধ? এভাবেও পাশে থাকা যায়! স্পেনে দিদিকে যোগ্য সঙ্গত দাদার