শেষ আপডেট: 18th March 2023 07:45
দ্য ওয়াল ব্যুরো: ফিরহাদ হাকিম (Firhad Hakim) যা যা বলছেন বা বলে চলেছেন, তা নিয়ন্ত্রণ করতে চাইল কালীঘাট। শুক্রবার দলের বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হাটের মাঝেই ববির উদ্দেশে বলেন, ‘ববি, তুই বেশি কথা বলছিস। কর্পোরেশন নিয়ে বলবি। তার বাইরে কোনও বিষয়ে তোকে কথা বলতে হবে না। বলার আগে আমায় জিজ্ঞেস করে নিবি। এটা যেন মনে থাকে!’
মুকুল রায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার, আপাতত স্থিতিশীল তিনি
সম্প্রতি ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে ববি হাকিমের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। তাছাড়া আরও বেশ কিছু মন্তব্য তৃণমূলের জন্য খুব একটা ভাল হয়নি বলেই মত অনেকের। শাসকদলের অনেকের মতে, যে বিষয়ে সংবেদনশীলতা দরকার সেখানে আগ্রাসী মনোভাব আখেরে জনমানসে সরকার বিরোধী ক্ষোভকে বাড়িয়ে দেয়। ববির কিছু কথায় তেমনই হয়েছিল।
মমতার বৈঠকে মোবাইল নিয়ে ঢুকে ধমক খেলেন তিন নেতা, কীভাবে জানলেন দিদি
শুধু ববি নয়। এদিন কালীঘাটের বৈঠকে অখিল গিরি, অরূপ চক্রবর্তী, দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকেও মুখে লাগাম টানার নির্দেশ দিয়েছেন দিদি। সূত্রের খবর, এদিন তালড্যাংড়ার অরূপ চক্রবর্তীর উদ্দেশে দিদি বলেন, ‘তোমার সব বিষয়ে এত বাইট দেওয়ার কী আছে? এসব কোরো না।’
অরূপ চক্রবর্তী সম্প্রতি একটি সভায় পঞ্চায়েতে প্রার্থী কারা হবেন সে ব্যাপারে মানদণ্ড ঠিক করার মতো বক্তৃতা দিয়েছিলেন। বলেছিলেন, কানে দুল আর গলায় চেন থাকলে পঞ্চায়েতে প্রার্থী করা হবে না। এদিন তাঁকে কার্যত ধমক খেতে হল দিদির কাছে। সেইসঙ্গে উদয়ন গুহ তো আছেনই। সাম্প্রতিক নিয়োগ দুর্নীতি নিয়ে উদয়ন দিনহাটার একটি সভায় বলেছিলেন, ‘কিছু লোকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে সততার প্রতীক লেখা যাচ্ছে না।’ যা নিয়ে বিরোধীরা হইহই করে নেমেছিল। সম্ভবত সে কারণেই এদিন ভর্ৎসনা শুনতে হয়েছে উদয়নকে।
ইদ্রিস-আখরু ট্রেনে যেতে যেতে বলছিলেন তৃণমূল হারবে, বেজায় ধমক মমতার