শেষ আপডেট: 7th August 2018 12:09
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে বক্তৃতা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বলা নেই কওয়া নেই আচমকা প্রোটোকলের কারণ দেখিয়ে কলেজ কর্তৃপক্ষ যে দিন অনুষ্ঠান বাতিল করল, সব বুঝে চুপ ছিলেন মমতা। সাংবাদিকরা প্রশ্ন করলে বলেছিলেন, ‘আই ডোন্ট মাইন্ড!’
সেটা যে শুধু বলার জন্য বলা, এবং আদতে তিনি যে রাগে অভিমানে ভিতরে ভিতরে আহত হয়েছেন, তা বেরিয়ে এলো এ বার, কবিতায়। মমতা লিখলেন, “সেন্ট স্টিফেন্স কলেজে আমন্ত্রণ? / না, ওটাও বন্ধ। / ওখানে তুমি এলিট নও, এলাচি!”
অসমে নাগরিক পঞ্জিকরণের প্রতিবাদে সোমবার একটি কবিতা লিখেছিলেন। মঙ্গলবার আরও একটি কবিতা লিখে টুইট করে দিলেন মমতা। সঙ্গে দিলেন তাঁর ইংরাজি অনুবাদও। সোমবার প্রকাশিত কবিতার নাম ছিল, ‘পরিচয়’। মঙ্গলবার প্রকাশিত কবিতার নাম, ‘নাম নেই’।
শুধু সেন্ট স্টিফেন্স নয়, গত তিন মাসে মমতার তিন বার যাত্রা ভঙ্গ হয়েছে। প্রথমে চিন সফর বাতিল হয়েছে। তার পর শিকাগো সফর। এবং সব শেষে বাতিল হয়েছে সেন্ট স্টিফেন্সের অনুষ্ঠান। তৃণমূল সূত্রে আগেই বলা হচ্ছিল এ সবের নেপথ্যে গেরুয়া শিবির রয়েছে। তারাই কলকাঠি নাড়ছে। কবিতার মধ্যে দিয়ে মমতাও সেই একই ইঙ্গিত করলেন।