শেষ আপডেট: 15th December 2022 13:29
দ্য ওয়াল ব্যুরো: ২৮তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বড় দাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বক্তৃতার শুরুতেই মমতা বলেন, অমিতাভ বচ্চনকে ভারতরত্ন (Amitav Bacchan Deserves Bharatratna) দেওয়া উচিত।
তাঁর কথায়, ‘যদিও অফিশিয়ালি নয়। তবু এই আওয়াজ আমরা বাংলা থেকে তুলব। ভারতরত্ন অমিতাভ বচ্চনজি।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'অমিতাভজি দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় কাজ করছেন। তিনি মানুষ হিসেবেও খুব বড়। তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত।’
এদিন চলচ্চিত্র উৎসবের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করেন অমিতাভ। সমাজের সঙ্গে সিনেমার সম্পর্ক, সিনেমা কীভাবে সময়ের দলিল হয়ে থেকেছে যুগে যুগে সে ব্যাপারে বিস্তারিত ভাষণ দেন প্রবীণ এই অভিনেতা। তারপরই নিজের বক্তৃতার শুরুতে মমতা বলেন, অমিতাভকে ভারতরত্ন দেওয়া উচিত।
ভারতরত্ন হল দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান। প্রতি বছর রাষ্ট্রপতি সেই সম্মান দেন। শিল্প, সাহিত্য, সমাজ ইত্যাদিতে গৌরবজ্জ্বল ভূমিকার জন্য এই সম্মান দেওয়া হয়। কিন্তু কোনও রাজ্য থেকে এভাবে কাউকে ভারতরত্ন দেওয়ার দাবি তোলা যায় কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ এটি রাষ্ট্রীয় সম্মান। যদিও মুখ্যমন্ত্রী এদিন নিজের বক্তৃতার গোড়াতেই বলেছেন, তিনি যা বলছেন তা অফিশিয়ালি। তবে এটা বাংলার আওয়াজ।
নন্দনের দরজায় অপু-চার্লি! চলচ্চিত্র উৎসবের মেজাজে সেজেছে সিনেমার প্রাণকেন্দ্র