কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, মমতার প্রকল্পে অর্থ সাহায্য করতে পারে বিশ্ব ব্যাঙ্ক
দ্য ওয়াল ব্যুরোঃ কন্যাশ্রী হোক, কিংবা রূপশ্রী আর সবুজ সাথী, পশ্চিমবঙ্গ সরকারের (west bengal) একাধিক জনকল্যাণমূলক প্রকল্প জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। প্রশংসিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ভাবনা। এ
শেষ আপডেট: 30 August 2021 06:04
দ্য ওয়াল ব্যুরোঃ কন্যাশ্রী হোক, কিংবা রূপশ্রী আর সবুজ সাথী, পশ্চিমবঙ্গ সরকারের (west bengal) একাধিক জনকল্যাণমূলক প্রকল্প জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। প্রশংসিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ভাবনা। এবার এই প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারকে আর্থিক সাহায্যের ইচ্ছা প্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্কও (world bank)।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে রাজ্যের মহিলাদের উন্নতির কথা চিন্তা করে একাধিক প্রকল্প বাস্তবায়িত করেছে তা নজর কেড়েছে বিশ্ব ব্যাঙ্কের। এই পরিপ্রেক্ষিতে ‘উইমেনস এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম’-এ অর্থ সাহায্যের কথা ভেবেছে তারা। মিলতে পারে প্রায় সাড়ে বারো কোটি মার্কিন ডলার।
আরও পড়ুনঃ সিবিআই ছুটছে জেলায় জেলায়, ভোট পরবর্তী হিংসা তদন্তে আরও সাত এফআইআর
রাজ্য সরকারের অধিকাংশ প্রকল্পেই মহিলাদের উন্নয়নে জোর দেওয়া হয়েছে। কন্যাশ্রী রূপশ্রী ছাড়াও রয়েছে স্বাস্থ্য সাথী এবং হাল আমলের লক্ষ্মীর ভাণ্ডার যেখানে রাজ্যের সমস্ত মহিলাকে মাসে ৫০০ টাকা এবং তফশিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়ার কথা জানিয়েছে সরকার। সেই অনুযায়ী কাজও হচ্ছে জেলায় জেলায়।
শুধু মহিলারাই নন, সরকারি সুবিধা পাচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীরাও। সবুজ সাথী কিংবা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মতো বিবিধ প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্যেও। এই সমস্ত সরকারি প্রকল্পের খরচ বহন করার জন্য চিন্তা ভাবনা করতে হচ্ছে নবান্নকে। বিশ্ব ব্যাঙ্কের সাহায্য যদি পাওয়া যায় তবে তা রাজ্যের জন্য লাভজনক হবে, সন্দেহ নেই।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'