Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবার

বেলা শেষে দিদির ঠ্যালা জলকে চল! দ্বিবেদী তাড়া দিলেন জনস্বাস্থ্য কারিগরিকে

রফিকুল জামাদার সাত বছর আগের ঘটনা। তখন রাজ্যে জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর অফিস ছিল নব মহাকরণে। যে অফিসে বসে অবিরাম দেখা যায় গঙ্গাকে। সুব্রতবাবু সেদিকে তাকিয়ে বলতেন, “২০২৪ সালের মধ্যে এই গঙ্গার জলই আমরা বাড়

বেলা শেষে দিদির ঠ্যালা জলকে চল! দ্বিবেদী তাড়া দিলেন জনস্বাস্থ্য কারিগরিকে

শেষ আপডেট: 26 July 2023 10:18

রফিকুল জামাদার

সাত বছর আগের ঘটনা। তখন রাজ্যে জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর অফিস ছিল নব মহাকরণে। যে অফিসে বসে অবিরাম দেখা যায় গঙ্গাকে। সুব্রতবাবু সেদিকে তাকিয়ে বলতেন, “২০২৪ সালের মধ্যে এই গঙ্গার জলই আমরা বাড়ি বাড়ি পাঠাব। কলকাতার মানুষ ট্যাপের মাধ্যমে জল পেয়ে গেছে। জেলাগুলো এখনও পায়নি”।

২০২৩ সালের অর্ধেক পেরিয়ে গিয়েছে। বেলা শেষের দিকে এগোচ্ছে বছরটা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবার ঠ্যালা দিলেন ‘জলকে চল’। মুখ্যমন্ত্রীর নির্দেশ, ২০২৪ সালের মে মাসের যত বেশি সম্ভব গ্রামীণ পরিবারের বাড়িতে নলবাহিত জল (piped water) পৌঁছে দিতে হবে। অর্থাৎ যাঁদের বাড়ি জেলায়, যেখানে নলের মাধ্যমে বাড়ি বাড়ি পরিস্রুত জল এখনও পৌঁছয়নি, তাঁদের দ্রুত সুরাহা দিতে চাইছে সরকার। বাংলার বিস্তীর্ণ অংশজুড়ে আর্সেনিক ও ফ্লোরাইডের সমস্যার নিরিখে যা খুব জরুরিও বটে।

নদী ও জলাশয়ের জলকে (surface water) পরিস্রুত করে বাড়ি বাড়ি ট্যাপের মাধ্যমে পাঠানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ‘জল স্বপ্ন’ প্রকল্পে ঋণ দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (ADB) ও বিশ্ব ব্যাঙ্ক (World Bank)। তা ছাড়া মনমোহন জমানা থেকে কেন্দ্রের একটা প্রকল্প ছিল। যার নাম ছিল ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন (National Rural Drinking Water Mission)। পরে নরেন্দ্র মোদী তার পোশাক বদলে নাম দেন—জল জীবন মিশন (Jal Jeevan Mission)। মোদীরও স্লোগান হল, চব্বিশ সালের মধ্যেই ‘হর ঘর নল কা জল’ পৌঁছে দিতে হবে। প্রকল্প বাবদ এখন কেন্দ্র ও রাজ্য ৫০:৫০ অনুপাতে টাকা খরচ করে।

কিন্তু নবান্ন (Mamata Banerjee) সম্প্রতি সমীক্ষা করে দেখেছে, ২০২৪ সালের মধ্যে সব বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়া সম্ভব নয়। ১ কোটি ৮০ লক্ষ বাড়িতে ট্যাপের মাধ্যমে জল পৌঁছে দিতে ২০২৫ সাল হয়ে যেতে পারে। এখনও পর্যন্ত প্রায় ৬৪ লক্ষ বাড়িতে এই ট্যাপ কলের মাধ্যমে জল পৌঁছে গিয়েছে। অর্থাৎ প্রায় ১ কোটি ১৬ লক্ষ পরিবার এই সুবিধা এখনও পায়নি। তাদের ট্যাপের মাধ্যমে জল পৌঁছে দিতে ১ বছরের বেশি সময় লাগার কথা।

কিন্তু কেন দেরি হল?

উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে—
(১) শুধু বাংলায় নয় অনেক রাজ্য এখনও পর্যন্ত ৬০ শতাংশ কাজ করতে পারেনি। ছোট রাজ্যগুলি ২০২৪ সালের মধ্যে লক্ষমাত্রা পূরণ করতে পারবে ঠিকই, কিন্তু বড়দের চাপ রয়েছে।
(২) সবচেয়ে বড় কারণ কোভিড-বাধা। কোভিডের জন্য প্রায় দু’বছর পুরোদমে কাজ করা যায়নি। ফলে সব রাজ্যই পিছিয়ে পড়েছে লক্ষ্যমাত্রা পূরণের থেকে। তাছাড়া এই প্রকল্প রাজ্যে বাস্তবায়ন করা হবে কিনা তার সিদ্ধান্ত নিতে গিয়েও বেশ কিছুটা সময় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
(৩) শ্রমিক সমস্যা। অবশ্য মঙ্গলবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব সুরেন্দ্র গুপ্তা ও জেলা শাসকদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন, খরচ বাড়ানো হোক। শ্রমিক সমস্যা মেটাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। যত শীঘ্র সম্ভব এই কাজ শেষ করতে হবে।

জনস্বাস্থ্য কারিগরি দফতরও আরও সক্রিয় হয়েছে বলে খবর। ইতিমধ্যে জলস্বপ্ন প্রকল্প দ্রুত বাস্তবায়িত করতে ৫৮৩ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে। যাঁরা ম্যাপিং থেকে শুরু করে সবটাই দেখছেন। সূত্রের খবর, দফতর প্রায়োরিটি এরিয়া চিহ্নিত করে এবার কাজ দ্রুত এগোনোর কথা ভাবছে।

আরও পড়ুন: প্রথম অনাস্থা প্রস্তাবে কী বলেছিলেন নেহরু, কতজন প্রধানমন্ত্রী আস্থা ভোটে গদি হারান


ভিডিও স্টোরি