Date : 13th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেই সদ্যোজাতর মৃত্যু, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে শোরগোলরবিঠাকুরের পৈত্রিক বাড়ি ভাঙচুরের ঘটনায় পদক্ষেপ করা হয়েছে, জানাল বাংলাদেশ সরকার'মহেশতলার পরিস্থিতি খারাপ, মানুষের নিরাপত্তা দিতে হবে', দ্রুত শুনানির আর্জি শুভেন্দুরবেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে কলকাতা টাইগার্স হারলেও দল নিয়ে আশাবাদী কোচ ম্যাকোভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স এখনও উদ্ধার হয়নি, জানাল এয়ার ইন্ডিয়ামহিমা চৌধুরীর মেয়ে আরিয়ানার সৌন্দর্যে বিভোর নেটপাড়া, কেউ বলছেন, 'একেবারে মায়ের মতোই কিউট' ‘দ্য বেঙ্গল ফাইলস’ রিলিজ নিয়ে অনিশ্চয়তার দানা বাঁধছে! পরিচালক বললেন ‘লড়াই করব’অখিলের বিয়েতে নজর কাড়লেন নাগা-শোভিতা জুটি, নায়িকার ব্যাগের দাম নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়ইজরায়েলের ‘জাগ্রত সিংহ’ ইরানের পরমাণু কেন্দ্রে আঁচড় কাটতে ব্যর্থ হল কেন?বিধানসভায় নজিরবিহীন সিকিউরিটি চেকিং! মন্ত্রী থেকে বিধায়ক, গাড়ির বনেট, ডিকি খুলে তল্লাশি

বাংলা চাপিয়ে দেওয়া হচ্ছে না, কেউ কেউ ভুল বোঝাচ্ছে: মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে নতুন শিক্ষানীতি (new education policy) প্রবর্তন করতে চাইছে নবান্ন। এ ব্যাপারে গঠিত এম্পাওয়ার্ড কমিটি সুপারিশ করেছে যে স্কুলগুলিতে তিনটি ভাষা চালু করা হোক। আর বাংলা ভাষা পড়ানোর চেষ্টা করা হোক (Mamata Banerjee on Ben

বাংলা চাপিয়ে দেওয়া হচ্ছে না, কেউ কেউ ভুল বোঝাচ্ছে: মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 9 August 2023 11:49

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে নতুন শিক্ষানীতি (new education policy) প্রবর্তন করতে চাইছে নবান্ন। এ ব্যাপারে গঠিত এম্পাওয়ার্ড কমিটি সুপারিশ করেছে যে স্কুলগুলিতে তিনটি ভাষা চালু করা হোক। আর বাংলা ভাষা পড়ানোর চেষ্টা করা হোক (Mamata Banerjee on Bengali language)। একমাত্র দ্য ওয়ালে প্রথম দিনই লেখা হয়েছিল যে বাংলা পড়া বাধ্যতামূলক করার কথা বলছে না সরকার। তবে সরকারের চেষ্টা থাকবে যত বেশি সংখ্যক ছেলেমেয়েকে বাংলা পড়ানো।

কিন্তু এর পরেও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বিভ্রান্তি তৈরি হওয়ায় বুধবার ফের বিষয়টি পষ্টাপষ্টি করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Bengali language)।

এদিন ঝাড়গ্রামে জনজাতি মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন,“কেউ কেউ ভাষা নিয়ে উল্টোপাল্টা বকছে। আমরা থ্রি ল্যাঙ্গোয়েজ তথা তিনটি ভাষা ফর্মুলা নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে থাকবে মাতৃভাষা। যারা অলচিকিতে পড়ে তাদের প্রথম ভাষা হবে অলচিকি। দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা রাখতে পারে। যেমন দার্জিলিংয়ে নেপালি ভাষায় অনেকে পড়ে। ওটাই ওদের প্রথমভাষা। তাই কারও ওপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়।”

জাতীয় শিক্ষানীতিতে তিন-ভাষা ফর্মুলায় জোর দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সেখানে বলা হয়েছে, প্রাথমিক থেকেই পড়ুয়াদের তিনটি ভাষা শেখাতেই হবে। হিন্দি, ইংরেজি ও থার্ড ল্যাঙ্গুয়েজে যে কোনও একটি ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। মোদী সরকারের শিক্ষানীতিতে বলা হয়েছিল, একদম প্রাথমিক স্তর থেকেই প্রতিটি শিশুর একাধিক ভাষা শেখা উচিত। সেখানে মাতৃভাষার সঙ্গে বিভিন্ন আঞ্চলিক ভাষা শিক্ষাতেও জোর দেওয়ার কথা বলা হয়।

তবে নবান্নের স্পষ্ট অবস্থান হল, জাতীয় শিক্ষানীতি হুবহু মানা হবে না। প্রথম শ্রেণি থেকে বাংলা পড়ানোর চেষ্টা করতে হবে, তবে তা বাধ্যতামূলক নয়। রাজ্যের মতে, আপার প্রাইমারি থেকে তিন ভাষা শিক্ষা চালু করাই শ্রেয়। তাহলে শিশুদের উপর চাপ কম পড়বে। এদিন ফের সে কথাটাই মুখ্যমন্ত্রী স্পষ্ট করতে চেয়েছেন।

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, এরই পাশাপাশি আঞ্চলিক ভাষা শিক্ষার উপরেও জোর দেওয়া হচ্ছে। এজন্য উচ্চশিক্ষা দফতরের অধীনে সাব রিজিওনাল ডেডিকেটেড ব্রাঞ্চ তৈরির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর কথায়, “সাঁওতালি, নেপালি, রাজবংশী, কুড়মি ইত্যাদি ভাষার জন্য সাব রিজিওনাল ডেডিকেটেড ব্রাঞ্চ তৈরি করছি। এই ব্রাঞ্চের মাধ্যমেই আমরা আঞ্চলিক সমস্ত ভাষার মানোন্নয়ন করব।” এদিন জঙ্গলমহলে জনজাতির উন্নয়নে ১১০০ কোটি টাকা মূল্যের প্রকল্প উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘ভালবাসা দিয়ে জঙ্গলমহলে শান্তি ফিরিয়েছি’ মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের মঞ্চে পুরনো কথা মনে করালেন


ভিডিও স্টোরি