শেষ আপডেট: 15th February 2023 11:45
দ্য ওয়াল ব্যুরো: বিবিসি-র দিল্লি ও মুম্বইয়ের অফিসে আয়কর হানার (Income Tax Raid in BBC Office) ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার মুখ্যমন্ত্রী বিধানসভায় নিজের চেম্বারে সাংবাদিকদের বলেন, ‘আমি স্ট্রংলি কনডেম করছি। যদি বেআইনি কিছু থাকে তাহলে তো তাদের চিঠি দিয়ে জানতে চাইতে পারত। আমি তো মনে করি না বিবিসি সরকারের বিরুদ্ধে কিছু করেছে।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এটা রাজনৈতির প্রতিহিংসা। সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।’ তাঁর কথায়, ‘মিডিয়া যদি ওদের বিরুদ্ধে একটাও খবর করে, তাহলে ওরা পরের দিনই তার চাকরি খেয়ে নেয়। ওরা ওদের দু’মুখো নীতি লুকোতে পারবে না।’ ওয়াকিবহাল মহলের মতে, মুখ্যমন্ত্রী ‘ওরা’ বলতে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে বুঝিয়েছেন।
মমতা এদিন নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, 'এরা চেসেস্কু, হিটলারের থেকেও বড় একনায়ক। কে কী করেছে আমি জানি না। কিন্তু বিবিসি স্বানামধন্য প্রতিষ্ঠান। একটা সময়ে আমরা সবার আগে বিবিসির থেকেই সব খবর পেতাম। কিন্তু এটা যা চলছে তা সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'দেশে এরা আর সংবাদমাধ্যম বলে কিছু থাকতে দেবে না। এখন দেশকে বাঁচাতে পারে একমাত্র বিচারব্যবস্থাই।'
প্রসঙ্গত, বিবিসি-র দিল্লি ও মুম্বইয়ের অফিসে আয়কর হানার ঘটনা নিয়ে একাধিক বিরোধী দল মুখ খুলেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেছেন, ‘এটা বিনাশ কালে বিপরীত বুদ্ধির পরিচয়।’ বিবিসি’ অফিসে আয়কর হানা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব প্রমুখ।
মমতার বাজেটে নিশানায় মোদী সরকার, ‘কেন্দ্রের নীতিতে নাভিশ্বাস দেশবাসীর’