শেষ আপডেট: 13th October 2021 11:04
দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা নতুন নয়। এর আগেও একাধিকবার তৃণমূল কংগ্রেসের তরফে এই তুলনা টানা হয়েছে। 'আমার দুর্গা' কবিতা দিয়েও চলেছে প্রচার। তবে এবার দুর্গা পুজোর মণ্ডপেই বসল মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। তাঁকেই পুজো করা হল দেবী দুর্গারূপে। ছোটদের আবদারে প্রথমবার দুর্গা-দর্শন করলেন ডুয়ার্সের 'অসুর'রা ঘটনাটি ঘটেছে মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামে। সেখানে অভিনব প্রতিমা গড়ে চলছে দুর্গাপুজো। দুর্গার জায়গায় আছে কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। না আছে অসুর, না আছে সিংহ, না আছে দুর্গার বাকি সন্তানরা। অর্থাৎ দুর্গা নয়, মুখ্যমন্ত্রীর পুজোই চলছে মালদহের এই মণ্ডপে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দশভূজা, তাঁর হাতে রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যশ্রী, সবুজ সাথী ইত্যাদি যাবতীয় সরকারি প্রকল্পের কার্ড। একটি নয়, রয়েছে মুখ্যমন্ত্রী এমন তিন-তিনটি মূর্তি। এমন অভিনব পুজো মালদহে একেবারেই নতুন। সুতরাং এই পুজো দেখতে দলে দলে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। মূলত হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কর্মীদের উদ্যোগেই এই পুজো। গোটা মণ্ডপ জুড়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রূপের ছবি, কোথাও মুখ্যমন্ত্রী রয়েছেন হুইল চেয়ারে বসে, কোথাও আবার তিনি বলছেন 'ত্রিপুরায় খেলা হবে'। মণ্ডপটি গড়ে তোলা হয়েছে ফুটবলের আকারে। সূত্রের খবর, এর আগে গণেশ পুজোতেও এমন থিম করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে ঘিরে। বিতর্ক সেসময় যেমন হয়েছিল, হচ্ছে এখনও। তবে সেসব গায়ে মাখতে চান না উদ্যোক্তারা। তাঁরা মুখ্যমন্ত্রীর আদলে গড়া দুর্গা নিয়ে মেতে রয়েছেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'