শেষ আপডেট: 27th June 2022 18:52
দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। রাজ্য সরকার সেখানে বারবার ধাক্কা খেয়েছে। তার মাঝে জেলায় সরকারি সভাতে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পিছু ছাড়লেন না টেট পরীক্ষার্থীরা (TET Candidates)। সভার শেষে মুখ্যমন্ত্রীকে আলাদা করে কথা বলতে দেখা গেল কিছু আন্দোলনরত চাকরিপ্রার্থীর সঙ্গে।
সোমবার পূর্ব বর্ধমানের (Bardhaman) গোদার মাঠে কৃষি দফতরের একটি সভায় উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান একদল চাকরিপ্রার্থী। তাঁরা জানান ২০১৪ সালে টেট পরীক্ষায় পাশ করেছেন তাঁরা, কিন্তু এখনও চাকরি পাননি। সভা শেষে তাঁদের সঙ্গে কথা বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় এদিন হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন, যাঁরা সকলেই কোনও না কোনওভাবে সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন। সেই ভিড়ের মাঝেই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন একদল চাকরিপ্রার্থী। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান তাঁরা। প্রথমে পুলিশ তাঁদের একপাশে সরিয়ে দিয়েছিল। পরে স্টেজের পিছনদিকে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয় তাঁদের।
দিদিকে তাঁরা জানান ২০১৪ সালে টেট পরীক্ষায় পাশ করার পরেও এখনও তাঁদের চাকরি জোটেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালের ১১ নভেম্বর নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে টেট পরীক্ষায় পাশ করা যোগ্য প্রার্থীদের চাকরির আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি বলেই অভিযোগ ওই চাকরিপ্রার্থীদের। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি এতে কী করতে পারি? কিছু করলেই তো কোর্টে চলে যাচ্ছে।”
এরপর আশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী তাঁদের বলেন, “আপনারা যখন বলছেন, আমি বিষয়টা দেখব।”
চাকরিপ্রার্থী স্বাতী বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য পরে সাংবাদিকদের বলেন, “দিদি যা কথা দেন তা রাখেন। দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার সবই হয়েছে। টেট প্রার্থীদের চাকরি হবে এই কথাটা তিনি ৩ বার বলেছেন। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। বহুবার জেলেও গেছি। আজও তার জন্য প্রস্তুত ছিলাম। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে কিছুটা আশ্বস্ত লাগছে।”
আন্দোলন কি তাহলে চালিয়ে যাবেন? এই প্রশ্নের উত্তরে ওই আন্দোলনকারী বলেন, ফোরামের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।
আরও পড়ুন: সঞ্জয় রাউতকে ডেকেছে ইডি, বর্ধমান থেকে মমতা বললেন, ‘কেন ভয় দেখাবেন?’