শেষ আপডেট: 18th April 2023 15:47
দ্য ওয়াল ব্যুরো: ১ এপ্রিল থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প। এবার বুথে বুথে দুয়ারে সরকার করছে নবান্ন। ঠিক ছিল ২০ এপ্রিল পর্যন্ত চলবে এই শিবির। কিন্তু পরে রাজ্য সরকার ঠিক করে, পরিষেবা প্রদানের কাজটা আরও ১০ দিন বেশি করা হবে অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত। সেই প্রেক্ষাপটে মঙ্গলবার সমস্ত জেলাশাসকের সঙ্গে বৈঠক করে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দিয়েছেন, বিভিন্ন সামাজিক প্রকল্পে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার ২০ এপ্রিলের মধ্যে হবে না।
ঠিক ছিল ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বার্ধক্যভাতা, বিধবা ভাতা-সহ সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা ঢুকবে। এখন ঠিক হয়েছে, ২৬ এপ্রিল নবান্ন সভাঘরে যে প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে সেখান থেকেই রিমোট টিপে একদিনে সমস্ত প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এরমধ্যে পুরনো তালিকায় নাম থাকা উপভোক্তারা তো টাকা পাবেনই। সেইসঙ্গে এই দফায় দুয়ারে সরকারে যাঁরা বিভিন্ন সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাঁরাও টাকা পাবেন।
পঞ্চায়েত ভোট জুন-জুলাইয়ের আগে হওয়ার সম্ভাবনা কম। তবে তার আগে আর দুয়ারে সরকার হওয়ার সম্ভাবনা নেই বলেই মত নবান্নের কর্তাদের। অনেকের মতে, পঞ্চায়েত ভোটেরা আগে তাই এক লপ্তে উপভোক্তাদের টাকা পাঠানোর কর্মসূচিটি মুখ্যমন্ত্রী নিজেই করতে চাইছেন।
আধার লিঙ্ক-সহ একাধিক টেকনিক্যাল সমস্যার জন্য বাংলায় প্রায় আড়াই লক্ষ মহিলার লক্ষ্মীরভাণ্ডারে টাকা পাঠানো আটকে রয়েছে। এর জন্য কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক সংযুক্তিকরণও অন্যতম কারণ। তবে গত সপ্তাহেই মুখ্যসচিব জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন, এই জটিলতা কাটিয়ে দিতে হবে। কারণ এত টেকনিক্যাল জটের কথা সাধারণ মানুষ বুঝবেন না। তাঁদের মধ্যে রাজ্য সরকারের সম্পর্কে ধারণাই খারাপ হবে। নবান্ন সূত্রে খবর, সেই কাজও অনেকটা এগিয়ে গিয়েছে। ২৬ তারিখের মধ্যে সবটাই হয়ে যাবে বলে মত নবান্নের কর্তাদের।
করোনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, সংক্রমণ রুখতে একগুচ্ছ সতর্কতা অবলম্বনের পরামর্শ নবান্নের